Mukesh Ambani : ভারতবর্ষের শিল্পপতিদের মধ্যে সম্পত্তির দিক থেকে সব থেকে এগিয়ে রয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যদিও বিগত কয়েকদিনে গৌতম আদানি বেশ ভালোই টেক্কা দিয়েছেন মুকেশ আম্বানিকে, কিন্তু তবুও মুকেশ আম্বানির জনপ্রিয়তার ধারে কাছে ঘেষতে পারেন না গৌতম আদানি। মুকেশ আম্বানি শুধু শিল্পপতি হিসেবে নয়, নিজের লাইফ স্টাইলের জন্যও ভীষণ বিখ্যাত। আজ এই প্রতিবেদনে জেনে নিন মুকেশ আম্বানির কাছে থাকা ৭ টি এমন জিনিস যা অন্য কারোর কাছে নেই।
মুকেশ আম্বানির বাড়ি
অ্যান্টিলিয়া : ২৭ তলা অ্যান্টিলিয়া মুম্বাইয়ের অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত করা হয়। মুম্বাই তো বটেই, গোটা ভারতবর্ষের মধ্যে এমন বাড়ি আর অন্য কারোর কাছে নেই। ২৭ তলা এই আবাসনে সুইমিং পুল থেকে শুরু করে ব্যক্তিগত সিনেমা হল, সবকিছুই রয়েছে। ২০১৪ সালে ১৬ হাজার কোটি টাকা দিয়ে এই বাড়িতে তৈরি করেছিলেন মুকেশ আম্বানি।
মুকেশ আম্বানির হোটেল
ওরিয়েন্টাল হোটেল : বিলাসবহুল বাড়ি ছাড়াও মুকেশ আম্বানির কাছে রয়েছে একাধিক বিলাসবহুল হোটেল। এই হোটেলগুলোর মধ্যে অন্যতম হল ওরিয়েন্টাল হোটেল। ৮ হাজার কোটি টাকার বিনিময়ে এই হোটেলটি কিনেছিলেন তিনি। এই হোটেলে রয়েছে ২৪৮টি বিলাসবহুল কক্ষ। এই হোটেলে নামি দামি তারকারা ছুটি কাটাতে আসেন।
মুকেশ আম্বানির স্টোক পার্কস প্রাসাদ
স্টোক পার্কস ইউকে : মুম্বাই ছাড়াও ব্রিটেনে একটি বহু মূল্যবান প্রাসাদ রয়েছে মুকেশ আম্বানির। বৃটেনের এই প্রাসাদটি মুকেশ আম্বানি কিনেছিলেন ৫০০ কোটি টাকার বিনিময়ে। এই প্রাসাদে জেমস বন্ড সিনেমার শুটিং হয়েছিল একসময়। ৯০০ বছরের পুরনো এই প্রাসাদটি অবস্থিত লন্ডন শহরের প্রাণকেন্দ্র থেকে ৩০ কিলোমিটার দূরে।
হ্যামলেস কোম্পানি
হ্যামলেস : এটি একটি ব্র্যান্ড, যা শিশুদের জন্য খেলনা প্রস্তুত করে। সারাবিশ্বে এই কোম্পানির রয়েছে ১৬৭টির বেশি স্টোর। এই ব্র্যান্ডটিকে মুকেশ আম্বানি কিনেছিলেন ৭২৮ কোটি টাকার বিনিময়ে।
মুকেশ আম্বানির দুবাইয়ের প্রাসাদ
পাম জুমেরিয়া হাউস : দুবাইতে অবস্থিত এই প্রাসাদটি মুকেশ আম্বানি কিনেছিলেন তার ছোট ছেলের জন্য। এই প্রাসাদটি ৬৪০ কোটি টাকার বিনিময়ে কিনেছিলেন তিনি। বর্তমানে এই প্রাসাদে সস্ত্রীক বসবাস করেন অনন্ত আম্বানি।
মুকেশ আম্বানির ক্রিকেট টিম
মুম্বাই ইন্ডিয়ান্স : শুধুমাত্র ব্যবসার জগতে নয় খেলাধুলার জগতেও প্রভাব বিস্তার করেছেন মুকেশ আম্বানি। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক হলেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। এই দলের বর্তমান মূল্য ৬০০ কোটি টাকা।
আরও পড়ুন : স্ত্রী ও বউমাকে বিশ্বের এই ৫টি বহুমুল্য গিফট দিয়েছেন মুকেশ আম্বানি, দাম শুনলে চমকে যাবেন
মুকেশ আম্বানির বাংলো
সি উইন্ড কাফ প্যারেড : অ্যান্টিলিয়ার আগে এই বাংলোটি কিনেছিলেন মুকেশ আম্বানি। যদিও মুম্বাইয়ের এই বাংলোতে মুকেশ আম্বানি থাকেন না, তবুও এই বাড়িটি বিক্রি করেননি তিনি। এই বাড়িটি থেকে সমুদ্রের দৃশ্য যে কতটা অসাধারণ তা স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না।
আরও পড়ুন : রামলালাকে কী উপহার দিলেন মুকেশ আম্বানি? শুনলে তাক লেগে যাবে
প্রসঙ্গত, এই ৭ টি জিনিস ছাড়াও মুকেশ আম্বানির কাছে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি, প্রাইভেট জেট, সোনা রুপার জিনিসপত্র ছাড়াও আরো বহু মূল্যবান সম্পত্তি।