Passport Renew : আপনি যদি চাকরি অথবা ব্যবসা সংক্রান্ত কাজকর্মের জন্য প্রায়শই বিমান পথে দেশে বা বিদেশে ভ্রমণ করে থাকেন তাহলে পাসপোর্ট (Passport) আপনার কাছে ভীষণ প্রয়োজনীয় একটি নথি। বিদেশে থাকলে এই নথি আপনার কাছে নাগরিকতার পরিচয় পত্রও বটে। স্বাভাবিকভাবে এই গুরুত্বপূর্ণ নথিটির বৈধতা যাতে ঠিক থাকে সেই দিকে নজর দিতে হবে আপনাকে। আজ এই প্রতিবেদনে জানবেন কীভাবে বাড়িতে বসেই খুব নূন্যতম খরচে আপনার পাসপোর্ট রিনিউ করতে পারবেন আপনি।
কত দিনের মধ্যে পাসপোর্ট রিনিউ করতে হয়?
ভারতীয় পাসপোর্ট ইস্যু করার তারিখ থেকে ১০ বছরের জন্য বৈধ থাকে। এক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার ৩ বছর পর্যন্ত এবং মেয়াদ শেষ হওয়ার ১ বছর আগে পর্যন্ত আপনি রিনিউ করতে পারবেন আপনার পাসপোর্ট। তবে অনেকেই আছেন যারা ৯ মাস আগে থেকেই এই রিনিউ প্রক্রিয়া শুরু করে দেন কারণ এই প্রক্রিয়ায় বেশ কিছুদিন সময় লাগে। এতদিন আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে এই কাজ করতে হতো কিন্তু এখন ঘরে বসেই আপনি করতে পারবেন কাজটি।
কীভাবে অনলাইনে পাসপোর্ট রিনিউ করবেন?
অনলাইনে পাসপোর্ট রিনিউ করার জন্য প্রথমে পাসপোর্ট সেবা ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। আপনি যদি নতুন ব্যবহারকারী হন তাহলে রেজিস্টার করতে হবে। পুরনো ব্যবহারকারী যদি হন তাহলে লগইন করতে হবে। লগইন করার জন্য আপনাকে Apply for Fresh Passport/ Re-issue of Passport অপশন-এ ক্লিক করতে হবে।
এরপরে আপনাকে Click here to fill the application form অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার পরিবার এবং ঠিকানা সহ সম্পূর্ণ তথ্য দিয়ে আপনার জরুরী যোগাযোগের বিবরণ এবং পূর্ববর্তী পাসপোর্ট-এর সমস্ত বিবরণ লিখতে হবে। এরপর স্বঘোষিত সম্মতি দিয়ে ফর্ম জমা দিয়ে দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পাসপোর্ট রিনিউ ফি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে।
আরও পড়ুন : বিনামূল্যে পাবেন ৩০০ ইউনিট বিদ্যুৎ! করুন শুধু ছোট্ট এই কাজ
অনলাইনে পাসপোর্ট রিনিউ করার ফি কত ?
আপনি যদি ১০ বছরের মেয়াদে ৩৬ পেজের ভিসা বুকলেট সহ নতুন পাসপোর্ট অথবা পুরনো পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনার খরচ হবে ১৫০০ টাকা। আপনি যদি ১০ বছরের মেয়াদে ৬০ পেজের ভিসা বুকলেট সহ নতুন পাসপোর্ট অথবা পুরনো পাসপোর্ট আবার ইস্যু করেন সে ক্ষেত্রে আপনার খরচ হবে ২ হাজার টাকা।
আরও পড়ুন : হাতের মুঠোয় পাবেন সব সরকারি পরিষেবা! ফোনে রাখুন এই ৫ টি App
আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হন সে ক্ষেত্রে ৩৬ পেজের ভিসা বুকলেট সহ নতুন পাসপোর্ট অথবা পুরনো পাসপোর্ট নতুন করে ইস্যু করতে আপনার খরচ হবে ১ হাজার টাকা। তাহলে আর দেরি না করে বাড়িতে বসেই নামমাত্র খরচে আপনি আপনার পাসপোর্ট রিনিউ করে ফেলুন খুব সহজে।