South Bengal : ফেব্রুয়ারি মাসের শুরুতেই তাপমাত্রার পারদ ধীরে ধীরে উপরে উঠছে। দক্ষিণবঙ্গে ক্রমশ যেন গরমের দাপট বাড়ছে। আর দুদিন বাদেই সরস্বতী পুজো। ঐদিন রাজ্যজুড়ে কেমন থাকবে আবহাওয়া? আবহাওয়া বিশেষজ্ঞরা কিন্তু দুশ্চিন্তার কথাই জানাচ্ছেন। কারণ আর ২৪ ঘণ্টার মধ্যেই নাকি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া বদলাতে শুরু করবে। রয়েছে দুর্যোগের আশঙ্কায়।
আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
আজ সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সতর্কবার্তা নেই। তবে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে আবহাওয়া ভোল পাল্টাতে শুরু করবে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই সমস্ত জেলাতে। এছাড়া ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সতর্কবার্তা রয়েছে।
আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের আবহাওয়া আজ শুষ্ক থাকবে। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এবং শুক্রবার মালদাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে বিরাট পরিবর্তন আবহাওয়াতে! কোথায় কোথায় বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট
সরস্বতী পুজোর দিন কেমন থাকবে আবহাওয়া?
আর মাত্র দুদিন পরেই সরস্বতী পুজো। বুধবার রাজ্যের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সুখবর এই যে ওই দিন পশ্চিমবঙ্গের ১৮ জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হবে কেবল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদীয়াতে।
আরও পড়ুন : শীত-বৃষ্টি তো তুচ্ছ! অন্য দুর্যোগের অ্যালার্ট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, রইল সতর্কতা
রাজ্যে কতটা কমবে শীত?
আগামী ৩ দিনে বাংলাতে রাতের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। সরস্বতী পুজোতে শীতের বদলে গরম থাকবে আবহাওয়া। পরবর্তী দুদিনে তাপমাত্রার কোনও বিশেষ পরিবর্তন হবে না। মূলত আগামী কয়েকদিন বৃষ্টির কারণে তাপমাত্রা বাড়বে।