Indian Railways New Rule : বিশ্বের চতুর্থ বৃহৎ গণমাধ্যম হলো ভারতীয় রেল (Indian Railways)। এই রেলের মাধ্যমে প্রতিনিয়ত লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এই বিশাল বড় গণমাধ্যমকে চালনা করার জন্য রেলের তরফ থেকে বেশ কিছু নিয়ম জারি করা রয়েছে, যে নিয়মগুলি সম্পর্কে অনেকেই অবগত নন। এবার পূর্ব রেলের তরফ থেকে জারি করা হলো এমন একটি নিয়ম, যা না মানলে হয়ে যেতে পারে জেল।
রেলের নিয়ম না মানলে হবে জেল
যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল প্রায়শই নতুন নতুন নিয়ম জারি করে। এই নিয়মগুলি না মানলে জরিমানা থেকে জেল, যে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। অনেক সময় আবার জরিমানা এবং জেল, দুটোই হয়ে থাকে। এবার পূর্ব রেলের তরফ থেকে একটি কড়া বিবৃতি দিয়ে জানানো হলো, স্টেশনে আপনি যদি করেন এই কাজ, তাহলে আপনাকে যেতে হবে শ্রীঘরে।
কাদের জন্য এই নিয়ম?
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওসকার জানিয়েছেন, এই ঘোষণা করা হয়েছে যাত্রীদের সুরক্ষার জন্য। এতে যাত্রীদের কোনও সমস্যা হবে না। এই ঘোষণা মূলত করা হয়েছে স্টেশনে থাকা বিভিন্ন দোকানদার এবং হকারদের জন্য। এই নিয়ম না মানলে জামিন অযোগ্য ধারায় মামলার রুজু করা হবে তাদের বিরুদ্ধে।
কী নিয়ম জারি করেছে রেল?
হাওড়া শিয়ালদা ডিভিশনের বেশ কিছু রেলস্টেশনে প্রায়ই দেখা যায়, দোকানদাররা আগুন জ্বালিয়ে রান্না করছেন। এই সমস্ত দোকানে চপ, সিঙ্গারা, ঘুগনি, এমনকি ভাত,ডাল পর্যন্ত পাওয়া যায়। স্টেশন চত্বরে এইভাবে আর আগুন জ্বালিয়ে রান্না করা যাবে না বলে নিয়ম জারি করেছে পূর্ব রেল।
আরও পড়ুন : দাঁড়িয়ে-ঝুলে ভিড়ে ঠেলাঠেলির দিন শেষ! যাত্রীদের কষ্ট কমাতে বড় পদক্ষেপ নিল রেল
কেন জারি করা হয়েছে এই নিয়ম?
রেলের তরফ থেকে জারি করা এই নিয়ম সমস্ত দোকানদারের ক্ষেত্রে কার্যকর হবে। আগুন থেকে যাতে কোনও রকম বড় বিপদে না ঘটতে পারে তার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যে কোনও দোকানদারদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য, তা লাইসেন্স প্রাপ্ত হোক বা অবৈধ।
আরও পড়ুন : ট্রেনে মোবাইল-ল্যাপটপ চার্জ দেওয়া নিয়ে কড়া আইন রেলের, না মানলেই হবে জেল
তবে শুধু দোকানদার নয়, কোনও যাত্রী যদি স্টেশনে এই ধরনের কাজ করে থাকেন তাদের বিরুদ্ধেও একই রকম পদক্ষেপ নেওয়া হবে। পূর্ব রেলের নতুন নিয়ম অনুযায়ী, হাওড়া বা শিয়ালদা ডিভিশনের কোনও স্টেশনে আগুন জ্বালিয়ে রান্না অথবা অন্য কোনও কাজ করা যাবে না।