West Bengal Weather Update : চলতি সপ্তাহের শেষে বলতে গেলে শীত যেন একপ্রকার উধাও হয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে। এখন হালকা ঠান্ডার শিরশিরানি অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গে। আজ এবং আগামীকাল রাতের দিকে তাপমাত্রা কিছুটা নামবে। তবে শীত (Winter Forecast) আবার আগের মত ফিরে আসবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে আবার রাজ্যের বেশ কিছু জেলাতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। আজ রাজ্যের কোথায় কেমন থাকবে আবহাওয়া? রইল আজকের আবহাওয়ার আপডেট (Weather Update)।
আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আগামী ৩ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে মূলত আবহাওয়া শুষ্কও থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট উচ্চচাপ বলয়ের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে আগামী সপ্তাহ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আজ এবং আগামীকাল রাতের দিকের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমবে। আগামী সোমবার থেকে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা।
উত্তরবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি?
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আবহাওয়া আজ শুষ্ক থাকবে। উত্তরের জেলাগুলোতে সকালের দিকে হালকা কুয়াশা ছিল। আজ এবং আগামীকাল রাতের দিকে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমবে। তবে ২০ এবং ২১ তারিখে বৃষ্টি হতে পারে পাহাড়ে।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কোথায়?
সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। বঙ্গোপসাগরের উপর সৃষ্ট বিপরীত ঘূর্ণাবর্ত্যের কারণে প্রচুর জলীয় বাষ্প বাংলায় ঢুকে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০, ২১ ও ২২ শে ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের গাঙ্গেয় অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে সোমবার থেকে উত্তরবঙ্গেও আবহাওয়া বদলাবে। দার্জিলিং, কালিংপংসহ পার্বত্য এলাকা ও সংলগ্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে।
আরও পড়ুন : ১৬ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! সরস্বতী পূজো পেরোতেই তোলপাড় দক্ষিণবঙ্গ
আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
আগামী রবিবারের পর থেকেই কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ২০ শে ফেব্রুয়ারি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। আগামী ৬ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের পারদ এবার ধীরে ধীরে চড়বে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে।
আরও পড়ুন : হার মানবে ছাতা! দক্ষিণবঙ্গের ৭ জেলায় আজ তুমুল দুর্যোগ, ভয়ঙ্কর অ্যালার্ট আবহাওয়ার
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আগামী কয়েক দিন সকাল এবং রাতের দিকে হালকা শিরশিরানি অনুভূত হবে। তবে দিনের বেলায় শীতবস্ত্রের প্রয়োজন একেবারেই পড়বে না। নতুন করে যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে তাতে তাপমাত্রার পারদ খুব বেশি নামবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে এবার শীত বিদায়, বদলে উত্তরোত্তর বাড়বে তাপমাত্রা।