Benifits Of Joint Account : ব্যাঙ্কে (Bank) কিংবা পোস্ট অফিসে (Post Office) স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট (Joint Account) খুলতে চান? জানেন অন্যান্য অ্যাকাউন্টের তুলনায় স্বামী-স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্টে আপনি কী কী বাড়তি সুবিধা পাবেন? জানতে হলে অবশ্যই পড়ুন আজকের এই প্রতিবেদন। একক অ্যাকাউন্ট বা সিঙ্গেল একাউন্টের (Single Account) তুলনায় জয়েন্ট অ্যাকাউন্টে আপনি বেশ কিছু বাড়তি সুবিধা পাবেন। সেই সুবিধাগুলো কী কী? দেখে নিন।
জয়েন্ট অ্যাকাউন্ট কী?
ব্যাঙ্কে কিংবা পোস্ট অফিসে শুধু সিঙ্গেল নামে অর্থাৎ নিজের নামে অ্যাকাউন্ট খুলে টাকার লেনদেন করা যায়। আবার কেউ চাইলে যৌথভাবেও অ্যাকাউন্ট খুলতে পারেন। স্বামী-স্ত্রী, বাবা-মা কিংবা পরিবারের অন্য আত্মীয়, সন্তানদের সঙ্গে কিংবা ব্যবসায়িক পার্টনারদের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায়। এটা এক ধরনের ব্রোকারেজ অ্যাকাউন্ট।
জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা কী কী?
অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের মত কাজ করে এই অ্যাকাউন্টগুলি। দুই বা বেশি সংখ্যক ব্যক্তি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট স্থায়ীভাবে খোলা রাখা যেতে পারে। বিশেষ করে দম্পতিদের জন্য এই অ্যাকাউন্ট বেশ উপকারী। জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনি সেভিংস অ্যাকাউন্ট (Savings Account), চেকিং, ক্রেডিট কার্ড (Credit Card), লাইন অফ ক্রেডিট (Line Of Credit) ইত্যাদির সুবিধা পাবেন।
জয়েন্ট অ্যাকাউন্ট খোলা খুব সোজা। তবে অ্যাকাউন্ট খোলার সময় প্রত্যেককেই ব্যাঙ্কে উপস্থিত থাকতে হবে। এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক ব্যক্তিই সমানভাবে টাকা জমা করা, ফি দেওয়া বা টাকা তোলার অনুমোদন পাবেন। এইচডিএফসি, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, কোটাক মহান্দ্রি ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক, ডিবিএস, আইডিএফসি ফাস্ট ব্যাঙ্ক ইত্যাদি সব সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে জয়েন্ট একাউন্ট খোলার সুবিধা পাবেন।
আরও পড়ুন : ফিক্সড ডিপোজিটে ৯.৫০% সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক! টাকা রাখলেই হবেন মালামাল
জয়েন্ট অ্যাকাউন্ট থাকার সুবিধাগুলো কী কী?
১. স্বামী-স্ত্রী বা অন্য কারও সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খুললে একসঙ্গে টাকা জমানো কিংবা খরচ করার সিদ্ধান্ত নিতে পারেন।
২. জয়েন্ট অ্যাকাউন্টের প্রত্যেক অ্যাকাউন্টধারীকে ফান্ড আ্যাকসেস করার সমান অধিকার দেওয়া হয়।
৩. সিঙ্গেল অ্যাকাউন্টের তুলনায় জয়েন্ট অ্যাকাউন্টের সেভিংসে টাকা রাখলে তুলনামূলকভাবে বেশি সুদ পাওয়া যায়।
৪. দুজন ব্যক্তির মধ্যেই টাকা লেনদেন করা সহজ হয়ে ওঠে। তাই ব্যবসার কাজে যুক্ত ব্যক্তিরা জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন।
৫. সাংসারিক খরচ ও সঞ্চয়ের হিসাব রাখার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট সব থেকে ভাল বিকল্প।
৬. জয়েন্ট অ্যাকাউন্টে চেক বুক, ক্রেডিট কার্ড ইত্যাদির সুবিধা পাওয়া যায়।