Chief Minister Jan Arogya Yojana : রাজ্যের প্রত্যেকটি পরিবারই যাতে স্বাস্থ্য পরিষেবার আওতায় আসতে পারে তার জন্য একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনমুখী একটি প্রকল্প ছিল স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্প। এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাবেন রাজ্যের মানুষেরা। তবে এই প্রকল্পকে মাত দিতে এসে গেল নতুন এক প্রকল্প সিএম জন আরোগ্য (CMJAY)। জানুন বিস্তারিত।
Chief Minister Jan Arogya Yojana কী?
স্বাস্থ্য সাথী প্রকল্পের থেকেও এক বড় এবং সুবিধাজনক প্রকল্প আনল বাংলার পড়শী রাজ্য ত্রিপুরা (Tripura)। এই রাজ্যে সরকারের তরফ থেকে যে নতুন স্বাস্থ্য প্রকল্প চালু করা হয়েছে তাতে অনেক বেশি সুবিধা পাবেন রাজ্যের মানুষেরা। নতুন এই প্রকল্পের নামকরণ করা হয়েছে সিএম জন আরোগ্য যোজনা (Chief Minister Jan Arogya Yojana)। জানুন এই প্রকল্পের সুবিধা গুলি কী কী। সুবিধা প্রদানে স্বাস্থ্য সাথীর থেকে কোথায় আলাদা এই প্রকল্প?
স্বাস্থ্য সাথী ও সিএম জন আরোগ্য যোজনার মধ্যে কী কী মিল আছে?
কেন্দ্র সরকারের তরফ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হয়েছে যাতে দেশের প্রতিটি মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিসেবা পাবেন। স্বাস্থ্য সাথী এবং সিএম জন আরোগ্য যোজনাতেও এই সুবিধা আছে। তবে স্বাস্থ্য সাথীর থেকে আরও বেশ কিছু বিষয়ে অতিরিক্ত সুবিধা পাবেন ত্রিপুরার বাসিন্দারা।
আরও পড়ুন : লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়ে হল দ্বিগুণ! এই দিন থেকে ডবল টাকা পাবেন মহিলারা
Swasthya Sathi v/s CMJAY
ত্রিপুরা সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত আয়ের পরিবারই সুবিধা পাবেন। চাকুরীজীবীরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। নগদবিহীন পরিষেবা পাবেন তারা। সেই সঙ্গে রোগীরা বিনামূল্যে ওষুধ পাবেন এই প্রকল্পের আওতায়। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার ১৫ দিন পর্যন্ত বিনামূল্যে ওষুধ দেওয়া হবে।
আরও পড়ুন : বাতিল হচ্ছে আধার কার্ড! নতুন কার্ড দেবে রাজ্য সরকার, মিলবে এই সব সুবিধা
ত্রিপুরা সরকার এরই মধ্যে এই নতুন প্রকল্পের আওতায় দেশের ২৬ হাজার হাসপাতালকে সংযুক্ত করার কাজ শুরু করে দিয়েছে। অর্থাৎ ত্রিপুরা ছাড়াও দেশের অন্যান্য হাসপাতালেও এই প্রকল্পের সুবিধা পাবেন মানুষ। অন্যদিকে স্বাস্থ্য সাথী প্রকল্পে কেবল রাজ্যের হাসপাতালগুলোতেই সুবিধা পাওয়া যায়। পরিযায়ী শ্রমিকরাও যাতে ভিন রাজ্যে গিয়ে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পান তার জন্য পদক্ষেপ নিতে শুরু করেছে আমাদের রাজ্য।