ভারতে সবথেকে বেশি বেতন দেয় কোন রাজ্য? কত নম্বরে রয়েছে বাংলা?

Most Salaried State : বর্তমান সময়কালে হু‌‌ হু করে বাড়ছে মুদ্রাস্ফীতি। সেই সঙ্গে বাড়ছে চাকরির চাহিদাও। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এখন স্বনির্ভর হতে চান। নিজেরা কিছু উপার্জন করতে চান যাতে দৈনন্দিন জীবনের চাহিদা পূরণ হয়। সরকারি ক্ষেত্র হোক বা বেসরকারি, এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় বেতনের অংকটা। জানেন কি বর্তমানে ভারতবর্ষে কোন রাজ্যে কর্মচারীদের বেতন কত? সবথেকে বেশি বেতন দেয় কোন রাজ্য (Most Salaried State)?

ভারতে কোন রাজ্যে কর্মচারীদের বেতন কত?

সম্প্রতি ভারতের কোন রাজ্যে কর্মচারীদের বেতন সবথেকে বেশি বা কম তার উপর একটি সমীক্ষা চালানো হয়েছিল। কোন রাজ্যের কর্মচারীরা মাসিক মূল বেতন হিসেবে কত টাকা পাচ্ছেন তা জানার জন্য ২০২২ সালে দেশের প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন সংস্থার উপর সমীক্ষা চালানো হয়েছিল। তার ফলাফলে দাবি করা হয়েছে বেতনের নিরিখে নাকি উত্তর প্রদেশ কর্মচারীদের জন্য দরাজহস্ত।

Average Salary By State

কোন রাজ্য সর্বোচ্চ বেতন দেয়?

২০২৩ সালে প্রকাশিত ফোর্বসের রিপোর্ট অনুসারে উত্তর প্রদেশ কর্মচারীদের সর্বোচ্চ বেতন দেয়। সেখানে গড়ে ২০ হাজার ৭৩০ টাকা থেকে ২১ হাজার টাকার মধ্যে থাকে কর্মচারীদের বেতন। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। পশ্চিমবঙ্গের কর্মচারীরা গড়ে ২০ হাজার ২১০ টাকা করে বেতন পাচ্ছেন। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। বাংলার থেকে সামান্য পিছিয়ে এই রাজ্যে চাকুরীজীবীদের বেতন ২০ হাজার ১১০ টাকা।

বিহার তার কর্মচারীদের মাসে গড়ে ১৯ হাজার ৯৬০ টাকা দেয়, তালিকাতে রয়েছে চতুর্থ স্থানে। রাজস্থান এবং মধ্যপ্রদেশ রয়েছে পঞ্চম স্থানে। এই দুটি রাজ্য ১৯,৭৪০ টাকা বেতন দেয় কর্মচারীদের। ষষ্ঠ স্থানে রয়েছে তামিলনাড়ু, মাসে গড় বেতন ১৯ হাজার ৬০০ টাকা। সপ্তম স্থানে রয়েছে কর্ণাটক মাসে গড় বেতন ১৯, ১৫০ টাকা। অষ্টম স্থানে রয়েছে গুজরাট, গড়বেতন ১৮,৮৮০ টাকা। নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে উড়িষ্যা এবং অন্ধপ্রদেশ। গড় বেতন যথাক্রমে ১৮৭৯০ টাকা এবং ১৮৫২০ টাকা।

আরও পড়ুন : কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

কোন রাজ্যে বেতন সবথেকে কম?

এই তালিকাতে সবথেকে নিচের দিকে রয়েছে চন্ডিগড়, দাদরা ও নগর হাভেলি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দমন ও দিউ, লাক্ষাদ্বীপ। এই রাজ্যগুলিতে বেতন যথাক্রমে ১৪,৯৪০ টাকা, ১৪ হাজার ৬৩০ টাকা, ১৪,৩৫০ টাকা, ১৪,২৯০ টাকা এবং ১৪,২৬০ টাকা।

আরও পড়ুন : ভোটের আগে বড় চমক! বেতন বাড়ালো রাজ্য সরকারি কর্মচারীদের

কোন পেশার কর্মচারীদের বেতন সব থেকে বেশি?

ভারতে চিকিৎসকদের বেতন গড়ে ১০ লক্ষ থেকে ১৭ লক্ষ টাকা। ডাটা সায়েন্টিস্টদের বেতন গড়ে ৯.৫ লক্ষ থেকে ২৬ লক্ষ টাকা। মেশিন লার্নিং এক্সপার্টদের বেতন ৬.৯ লক্ষ টাকা থেকে ২২ লক্ষ টাকা। ব্লক চেন ডেভেলপারদের বেতন ৮ লক্ষ টাকা থেকে ২১ লক্ষ টাকা। প্রোডাক্ট ম্যানেজারদের বেতন ১৪ লক্ষ টাকা থেকে ৩৫ লক্ষ টাকা। এনগেজমেন্ট ব্যাংকারদের বেতন ৯.৬ লক্ষ টাকা থেকে ৩৩ লক্ষ টাকা। চার্টার্ড একাউন্টেন্টদের বেতন ৯ লক্ষ টাকা থেকে ১৮ লক্ষ টাকা। মার্কেটিং ম্যানেজারদের বেতন ৭ লক্ষ টাকা থেকে ২০ লক্ষ টাকা।