বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশ কোনটি? তালিকায় কত নম্বরে ভারত?

World Peaceful Country : কোনও দেশে হত্যার ঘটনা, রাজনৈতিক পরিস্থিতি, সামরিক অবস্থা, হিংসাত্মক ঘটনাবলি আভ্যন্তরীণ সংঘর্ষ, অপরাধ প্রবণতা ইত্যাদির উপর ভিত্তি করে সেই দেশের শান্তির পরিমাপ করা হয়। বর্তমানে এই পৃথিবীতে সব থেকে শান্তিপূর্ণ দেশ কোনটি জানেন? ভারত কত নম্বরে রয়েছে? সম্প্রতি GPI বা গ্লোবাল পিস ইনডেক্সের (Global Peaceful Index) রিপোর্টে উঠে এলো সেই তথ্য।

Global Peace Index 2023

২০২৩ সালে গ্লোবাল পিস ইনডেক্সের তরফ থেকে যে সমীক্ষা চালানো হয়েছিল তার থেকে মোট ১৬৩ টি দেশের শান্তির মাত্রা যাচাই হয়েছে। এরমধ্য ১৯ টি দেশকে পৃথিবীর সব থেকে নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সেই দেশগুলো কোন কোনটি? দেখুন তালিকা।

বিশ্বের সবথেকে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ কোনটি?

GPI -এর সমীক্ষা অনুসারে বিশ্বের সবথেকে শান্তিপূর্ণ দেশটি হল আইসল্যান্ড (Iceland)। যে ১৯ টি দেশকে সবথেকে শান্তিপূর্ণ বলা হয়েছে তার মধ্যে ১৫ টি ইউরোপের অন্তর্গত দেশ। সুইজারল্যান্ড, পর্তুগাল, জার্মানি, জাপান, স্লোভেনিয়া, আইসল্যান্ড, কানাডা, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড এবং চেক রিপাবলিক।

এছাড়া ইউরোপের বাইরের যে দেশগুলো তালিকার অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হল কানাডা, নিউজিল্যান্ড, কাতার এবং সিঙ্গাপুর। এশিয়া থেকে কেবল সিঙ্গাপুর শান্তিপূর্ণ এবং নিরাপদ দেশ হিসেবে তালিকায় জায়গা পেয়েছে।

ভারত কত নম্বরে রয়েছে?

গ্লোবাল পিস ইনডেক্স তালিকাতে ১৬৩ টি দেশের মধ্যে ভারত রয়েছে ১২৬ তম স্থানে। তবে ২০২৪ সালে অবশ্য ভারত অনেকটাই উন্নত হয়েছে। ২০২৩ সালে তুলনায় ২০২৪ এ ৩.৫ শতাংশ শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে ভারতে।

আরও পড়ুন : আদর্শ আচরণবিধি কী? ভোটের সময় কী কী নিয়ম মানতে হয়?

বিশ্বের সবথেকে নিরাপদ এবং শান্তিপূর্ণ শহর কোনটি?

বিশ্বের সবথেকে নিরাপদ শহরের তালিকাতে প্রথম স্থানে রয়েছে আবুধাবি শহর। এছাড়াও দোহা, তাইওয়ান, দুবাই, ভিয়েতনামের নাম রয়েছে এই তালিকাতে।

আরও পড়ুন : বাড়িতে কতটা মদ রাখা যায়? বিপদে পড়ার আগেই জেনে নিন

বিশ্বের সবথেকে অশান্ত এবং নিরাপত্তাহীন দেশ কোনটি?

এই তালিকাতে প্রথম দিকে স্থান দখল করেছে পাকিস্তান, ইউক্রেন, রাশিয়া, ইজরায়েল, তুর্কি, ইরান এবং আফগানিস্তান। এই দেশগুলোতে শান্তি এবং নিরাপত্তার অভাব রয়েছে।

বিশ্বের সবথেকে নিরাপদ ও শান্তিপূর্ণ দেশের তালিকা

RANKREGIONSCORE

1

Iceland

1.124
2

Denmark

1.31
3

Ireland

1.312
4

New Zealand

1.313
5

Austria

1.316
6

Singapore

1.332
7

Portugal

1.333
8

Slovenia

1.334
9

Japan

1.336
10

Switzerland

1.339
11

Canada

1.35
12

Czechia

1.379
13

Finland

1.399
14

Croatia

1.45
15

Germany

1.456
16

Netherlands

1.49
17

Bhutan

1.496
18

Hungary

1.508
19

Malaysia

1.513
20

Belgium

1.523