Summer Vacation In West Bengal : এপ্রিল মাসের শুরুতেই গরমের দাপট বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে। সারা রাজ্য জুড়ে তাপমাত্রা হুহু করে বাড়ছে। আগামীতে আরও বাড়বে। এমতাবস্থায় গরমের ছুটির আর খুব বেশি দেরি নেই। সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফ থেকে গরমের ছুটির বিজ্ঞপ্তি চলে এলো। শুধু গরমের ছুটি নয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কারণে ডবল ছুটি পেতে চলেছে রাজ্যের পড়ুয়ারা।
কবে থেকে শুরু হবে গরমের ছুটি?
আগামী মে মাসে দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলবে। ওই সময় প্রবল গরম থাকবে রাজ্যে। তাই একদিকে ভোটের কারণে ছুটি, অন্যদিকে গরমের ছুটি উপলক্ষে একটানা অনেক দিনের ছুটি পেতে চলেছে স্কুল ছাত্র-ছাত্রীরা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে এই বছর গরমের ছুটি শুরু হবে ৬ই মে থেকে।
গরমের ছুটিতে কত দিন বন্ধ থাকবে স্কুল-কলেজ?
রবিবার এবং অন্যান্য ছুটির দিন বাদে গরম উপলক্ষে ১০ দিন বন্ধ থাকে বাংলার স্কুলগুলো। সেই হিসেবে ৬ই মে থেকে ২০শে মে পর্যন্ত স্কুল বন্ধ থাকার কথা ছিল। কিন্তু ভোটের কারণে ডবল ছুটি পাবে স্কুলগুলো। যে কারণে ৬ তারিখ থেকে ২রা জুন পর্যন্ত একটানা ২২ দিন ছুটি থাকবে।
এপ্রিল মাসে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে?
গত মার্চ মাস জুড়ে একাধিক উৎসব উপলক্ষে স্কুলগুলো বন্ধ ছিল। এপ্রিল মাসেও একাধিক ছুটি রয়েছে। দেখে নিন এক নজরে।
- ৯ই এপ্রিল : বৃহস্পতিবার, চৈত্র শুখনোদী উগাদিগুড়ি পারুয়া উৎসব।
- ১১ ই এপ্রিল : শনিবার ঈদ-উল-ফিতর।
- ১৪ই এপ্রিল : রবিবার পয়লা বৈশাখ এবং আম্বেদকর জয়ন্তি।
- ১৭ ই এপ্রিল : বুধবার, রামনবমী।
- ২১ শে এপ্রিল : রবিবার, মহাবীর জয়ন্তী।
আরও পড়ুন : আদর্শ আচরণবিধি কী? ভোটের সময় কী কী নিয়ম মানতে হয়?
ভোটের কারণে কোন কোন দিন স্কুল বন্ধ থাকবে?
- ১৯ শে এপ্রিল থেকে উত্তরবঙ্গে দফায় দফায় ভোট চলবে। যে কারণে ভোটের আগের দিন থেকে স্কুল বন্ধ থাকবে।
- ১৯ শে এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট রয়েছে। যে কারণে ১৬ থেকে ২০ তারিখ পর্যন্ত এই জেলাগুলোর সব স্কুল বন্ধ থাকবে।
- ২৬ শে এপ্রিল দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভোট রয়েছে। তাই ২৪ থেকে ২৭ তারিখ পর্যন্ত এই জেলাগুলোতে স্কুল বন্ধ থাকবে।
আরও পড়ুন : বাংলায় কটা সিট পাবে বিজেপি? কি বলছেন প্রশান্ত কিশোর
বাড়তে পারে গরমের ছুটি
সামনেই রয়েছে ভোট। এদিকে গরমের ছুটির দিনের ঠিক এক মাস পাঁচ দিন আগে বিজ্ঞপ্তি দিল মধ্যশিক্ষা পর্ষদ। তবে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ মনে করছে এভাবে গরমের ছুটির নোটিশ এত আগে দেওয়াটা উচিত হয়নি। কারণ আগামী দিনে পরিস্থিতি বিবেচনা করে ছুটি এগিয়ে আনতেও হতে পারে।