Lakshmir Bhandar Status Check : লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বর্ধিত টাকা এই মাস থেকেই ঢুকতে শুরু করবে মহিলাদের অ্যাকাউন্টে। যারা প্রতি মাসে ৫০০ টাকা করে পাচ্ছিলেন আগে, এখন পাবেন ১ হাজার টাকা। যারা ১০০০ টাকা করে পাচ্ছিলেন, তারা পাবেন ১ হাজার ২০০ টাকা। তবে আপনার অ্যাকাউন্টে আদেও টাকা ঢুকছে কিনা তা জানবেন কীভাবে? কীভাবে লক্ষ্মীর ভান্ডারের স্টেটাস চেক করবেন? দেখুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।
লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকছে কিনা চেক করবেন কীভাবে?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার পর টাকা পাচ্ছেন কিনা বা রাজ্য সরকার টাকা বাড়ানোর পর সেই বর্ধিত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে কিনা জানার জন্য ২ টি উপায় আছে। দেখুন সেগুলো কী কী।
ব্যাঙ্কের পাস বই থেকে জানুন
ব্যাঙ্কের পাস বই আপডেট করালেই আপনি জানতে পারবেন নিয়মিত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা। এর জন্য ব্যাঙ্কে গিয়ে পাসবই আপডেট করিয়ে ট্রানজ্যাকশনের তথ্য জেনে নিন।
অনলাইনে কীভাবে লক্ষ্মীর ভান্ডারের স্টেটাস চেক করবেন?
- https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে ক্লিক করুন।
- হোম পেজে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখুন।
- জেনারেট ওটিপি অপশনে ক্লিক করুন।
- OTP লিখুন।
- Log In অপশনে ক্লিক করুন।
- Check Application Status অপশনে ক্লিক করুন।
- আবেদনপত্র জমা দেওয়ার সময় যে রেফারেন্স নম্বর দেওয়া হয়েছিল সেটা লিখুন।
- Check Status অপশনে ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে দেখানো হবে আপনার অ্যাপ্লিকেশনটি বর্তমানে কী অবস্থায় আছে। টাকা ঢুকছে নাকি আবেদনের যাচাই প্রক্রিয়া চলছে এখনও দেখানো হবে স্ক্রিনে।
আরও পড়ুন : করুন এই একটি ছোট্ট কাজ, বাপ বাপ বলে একাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের টাকা
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাজেট
২০২১ সালের ১ লা জুলাই থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাস্তবায়ন হয়েছিল। যার ফলে সরকারকে ১২৯০০ কোটি টাকা বরাদ্দ করতে হয়েছিল। তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাজেট এই বছর বৃদ্ধি পেয়েছে। বর্ধিত টাকা অ্যাকাউন্টে পাঠাতে ২০ হাজার কোটি টাকারও বেশি খরচ হবে সরকারের। বর্তমানে প্রায় ২ কোটি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। রাজ্যের মহিলারা পঞ্চায়েত হলে বিডিও অফিসে, পৌরসভা হলে এসডিও অফিসে ও কলকাতা পুরসভা হলে কলকাতা পৌর নিগমের অফিসে গিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন পত্র জমা দিতে পারবেন।