ক্ষমতায় এলে কী কী করবে মোদি সরকার? দেখুন বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং

2024 Loksabha Election : এপ্রিল-মে মাস জুড়ে চলবে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। ১৮তম লোকসভা নির্বাচনে এই বছরেও ক্ষমতায় আসবে বিজেপি (BJP), বিভিন্ন ভোট সমীক্ষার ফলাফল থেকে এমনটাই জানা যাচ্ছে। তৃতীয়বার ভারতের মসনদ দখলের পর কী কী কাজ করবে মোদি সরকার? প্রকাশ্যে এল বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং (Next 5 Years Planning Of Modi)। দেখুন এক নজরে।

Next 5 Years Planning Of Modi

আগামী ৫ বছরে কী কী করবে মোদি সরকার?

মন্ত্রণালয় নিয়ে বড় সিদ্ধান্ত

তৃতীয়বার ক্ষমতায় এলে বিজেপি সরকার মন্ত্রণালয়ের সংখ্যা কমাতে পারে। এই মুহূর্তে দেশে যে সকল মন্ত্রণালয় রয়েছে সেই সংখ্যাটা অনেকটা কমে আসবে। কেবল ৫৪ জনকে মন্ত্রী করা হতে পারে। অনেক মন্ত্রণালয়কে হয় অন্যের সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে বা একেবারে বিলুপ্ত করে দেওয়া হতে পারে।

Next 5 Years Planning Of Modi

বাড়বে বিদেশের উপর প্রভাব

দেশে মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে মোদি সরকার বিদেশে প্রভাব বিস্তার করার প্রতি ঝুঁকতে পারে। এই মুহূর্তে বিদেশে ভারতের ১৫০ টি দূতাবাস রয়েছে। আগামী দিনে এই সংখ্যাটা ২০ শতাংশ বাড়বে।

পেনশন নিয়ে বড় পরিকল্পনা

বৃদ্ধদের পেনশনের পরিমাণ বাড়ানো হতে পারে আগামী দিনে। সূত্রের খবর, বৃদ্ধাবস্থার পেনশন দ্বিগুণ বাড়াতে পারে কেন্দ্র সরকার। বর্তমানে যেখানে ২২ শতাংশ পেনশন দেওয়া হচ্ছে, ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হতে পারে।

মহিলাদের নিয়ে বড় পরিকল্পনা

আগামী দিনে কর্মক্ষেত্রে মহিলাদের সংখ্যা বাড়ানোর প্রতি জোর দেবে মোদি সরকার। আগামী ৫ বছরের মধ্যে ৫০ শতাংশের বেশি চাকরিতে মহিলাদের অংশগ্রহণ করানোর ব্যবস্থা হবে।

বদলে যাবে বিচার ব্যবস্থা

এই মুহূর্তে দেশের বিভিন্ন আদালতে ৩ কোটিরও বেশি মামলার বিচার চলছে। বছরের পর বছর ধরে ঝুলে আছে অসংখ্য মামলা। এবার আগামী ২০৩০ সালের মধ্যে সেই মামলার সংখ্যা ১ কোটিতে নামিয়ে আনা হবে।

যানবাহন নিয়ে বড় পরিকল্পনা

বর্তমানের দেশে যে যানবাহন চলছে তার মধ্যে বেশিরভাগই পেট্রোল এবং ডিজেল চালিত। আগামী দিনে পেট্রোল-ডিজেলের বদলে বৈদ্যুতিক যানবাহনের উপর গুরুত্ব দেওয়া হবে। দেশে ৩০ শতাংশ বৈদ্যুতিক যানবাহন চলবে। এর জন্য ৫০০ কোটি টাকার অতিরিক্ত বাজেট ধরেছে সরকার।

দুর্নীতির বিরুদ্ধে অবস্থান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি সাক্ষাৎকারে বলেছেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নিতে নিয়েছে। ২০১৪ সাল পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে কেস সংখ্যা ছিল ১৮০০। বিগত ১০ বছরে সেই কেস সংখ্যা বেড়ে হয়েছে ৪৭০০।

আরও পড়ুন : ভোটের সময় কত টাকা সঙ্গে নিয়ে বেরনো যায়? না জানলে চরম বিপদে পড়বেন

আরও উন্নত হবে ভারত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উন্নত ভারতের কথা বলেছেন বারবার। আগামী ৫ বছরে দেশের পরিকাঠামো বদলে যাবে। ভারতীয় রেল ব্যবস্থার উন্নয়ন চলছে। আগামী দিনে সোলার পাওয়ার ব্যবহারের প্রতি গুরুত্ব দেওয়া হবে। দেশের প্রতিটি ঘরে ঘরে সোলার পাওয়ার ব্যবহার করবেন মানুষ।

আরও পড়ুন : বাংলায় কটা আসন পাবে বিজেপি? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর

বদলে যাবে অর্থনীতি

বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। তৃতীয়বার ক্ষমতায় এলে ভারতকে অর্থনীতিতে পঞ্চম স্থান থেকে তৃতীয় স্থানে তুলে ধরার গ্যারান্টি দিয়েছে মোদি সরকার।