লোকসভা ভোটে কে কে জিতবে আর কে কে হারবে? কী বলছে সমীক্ষা?

২০২৪ এর লোকসভা নির্বাচন প্রায় এগিয়ে এসেছে। হাতে আর ১০ দিনও সময় নেই। ১৯ শে এপ্রিল থেকে শুরু হয়ে যাবে ভোটাভুটির পর্ব। এখন প্রচার চলছে জোর কদমে। রাজ্যের প্রায় প্রতিটি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে। যার মধ্যে বেশ কিছু কেন্দ্রে রাজনীতি এবং বিনোদন মঞ্চের হেভিওয়েটদের নাম দেখা যাচ্ছে। এদের মধ্যে জিতবেন কারা? হারবে কে? ভোটের আগেই প্রকাশ্যে সমীক্ষার রিপোর্ট।

ভোটের আগে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্থা ও সংবাদ সংস্থার তরফ থেকে এরকম সমীক্ষা চালানো হয়। সম্প্রতি টিভি নাইন ও পোল স্ট্র্যাটের তরফ থেকে রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৫টি হেভিওয়েট কেন্দ্রের প্রার্থীদের নিয়ে সমীক্ষা চালানো হয়। এই কেন্দ্রগুলো হল ডায়মন্ড হারবার, কোচবিহার, বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান-দুর্গাপুর। যেখানে প্রার্থী হিসেবে রয়েছেন যথাক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিশীথ প্রামাণিক, ইউসুফ পাঠান, মহুয়া মৈত্র, দিলীপ ঘোষ এবং কীর্তি আজাদরা। সমীক্ষার যে ফলাফল এসেছে তা কিছুটা এইরকম।

কোচবিহার কেন্দ্র

কোচবিহার কেন্দ্রের নিশীথ প্রামাণিক সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন। প্রায় ৪৪.৯৬ শতাংশ ভোট পেতে পারেন তিনি। ওই কেন্দ্রে তার বিপরীতে তৃণমূল প্রার্থী হয়েছেন জগদীশচন্দ্র বসুনিয়া। তিনি ৩৮.৫৩ শতাংশ ভোট পেতে পারেন। বাকি ৮.২৪ শতাংশ মানুষ কাকে ভোট দেবেন ঠিক করে উঠতে পারেননি।

বহরমপুর কেন্দ্র

বহরমপুর কেন্দ্রে কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন ইউসুফ পাঠান। ২ হেভিওয়েটের লড়াইয়ে এগিয়ে যেতে পারে বিজেপি। অধীর রঞ্জন চৌধুরী এবং ইউসুফ পাঠানকে পেছনে ফেলে দিয়ে এই কেন্দ্র থেকে বিজয়ী হতে পারেন বিজেপির প্রার্থী তথা ডাক্তার নির্মল সাহা।

কৃষ্ণনগর কেন্দ্র

কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র গো হারান হারতে পারেন বলেই দাবি করা হয়েছে সমীক্ষার রিপোর্টে। মহুয়াকে হারিয়ে রাজমাতা বিজেপি প্রার্থী অমৃতা রায় এই কেন্দ্র ছিনিয়ে নিতে পারেন।

আরও পড়ুন : বাংলায় কটা আসন পাবে বিজেপি? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র

এই কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ। বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বোঝাই যাচ্ছে। তবে দিলীপ ঘোষ নাকি হেরে যেতে পারেন এই কেন্দ্রে এমনটাই সমীক্ষার মত। জিততে পারেন কীর্তি আজাদ।

আরও পড়ুন : ক্ষমতায় এলে কী কী করবে মোদি সরকার? দেখুন বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং

ডায়মন্ড হারবার

ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। অভিষেক যে বিপুল ভোটে জিতে যাবেন তা বলাই বাহুল্য। তার পক্ষে ৫৭.৪ শতাংশ ভোট যেতে পারে। বিজেপি ১৯.৯৬ শতাংশ ভোট পাবে। বাকি ১২.৩ শতাংশ মানুষ কাকে ভোট দেবেন ঠিক করে উঠতে পারেননি।