বর্তমানে উপার্জন এবং বিনিয়োগের খাতে মহিলাদের উৎসাহ দিতে একাধিক পরিকল্পনা গ্রহণ করছে কেন্দ্র সরকার। মহিলাদের ক্ষমতায়নের জন্য চালু করা হচ্ছে বিশেষ বিশেষ প্রকল্প। তার মধ্যে অন্যতম হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। যে প্রকল্পের আওতায় উচ্চ হারে সুদ পেতে পারবেন বিনিয়োগকারীরা। জানুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে সুদের হার কত?
এই প্রকল্প আসলে স্বল্পমেয়াদি প্রকল্প। যেখানে মূলত ২ বছরের জন্য বিনিয়োগ করা যাবে। ২০২৩ সালে চালু করা হয়েছিল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। যেখানে বিনিয়োগের উপর ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। যেকোনও বয়সী মহিলা এই প্রকল্পে টাকা জমা করতে পারবেন।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট কোথায় খুলবেন?
মহিলারা পোস্ট অফিস কিংবা ব্যাঙ্কে গিয়ে এই প্রকল্পের আওতায় খাতা খুলতে পারেন। ২ বছরের জন্য সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে। এই প্রকল্পে বিনিয়োগ করলে মহিলারা টিডিএস ছাড় পাবেন। বিনিয়োগের পর ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসের তরফ থেকে শংসাপত্রও পাবেন।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট খুলতে কী কী নথি প্রয়োজন?
- আধার কার্ড,
- প্যান কার্ড,
- চেক বই,
- কেওয়াইসি ফর্ম,
আরও পড়ুন : ব্যাঙ্কে কতগুলো অ্যাকাউন্ট খোলা যায়? একাধিক অ্যাকাউন্ট থাকলে কি কি সমস্যা হয়?
ম্যাচিউরিটিতে কত টাকা পাবেন?
মহিলারা ১০০০ টাকা থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই প্রকল্পের আওতায়। তবে তাদের বিনিয়োগ করতে হবে ১০০ টাকার গুণিতকে। ধরা যাক কোনও মহিলা ৫০০০০ টাকা বিনিয়োগ করলেন। তাহলে ৭.৫ শতাংশ সুদের হিসেবে ২ বছর পর তিনি ম্যাচিউরিটিতে পাবেন ৫৮,০০১ টাকা।
আরও পড়ুন : বদলে গেল ATM মারফত টাকা জমা করার নিয়ম! জেনে নিন নতুন নিয়ম
একইভাবে কোনও মহিলা যদি ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি ম্যাচিউরিটিতে ১ লক্ষ ১৬ হাজার ২২ টাকা পাবেন। যদি কেউ সম্পূর্ণ দেড় লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ২ বছর পর পাবেন ১ লক্ষ ৭৪ হাজার ৩৩ টাকা। যদি কেউ সর্বোচ্চ ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটিতে হাতে পাবেন ২ লক্ষ ৩২ হাজার ৪৪ টাকা।