১৯ শে এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। প্রচন্ড গরমের মধ্যে ৭ দফায় মোট ৪৪ দিনে ভোট পর্ব মিটবে। এই গরমের মধ্যেই চলছে ভোটের কাজ, ভোটের প্রচার। এই সময়টাতে গোটা দেশেই কমবেশি গরমের দাপট থাকে। প্রত্যেকবার এমন গরমের মধ্যেই ভোট চলে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে মনে প্রবল গরমের মধ্যেই কেন ভোট হয়? কেন অন্য সময় হয় না?
কেন গরমের সময় ভোট হয়?
এপ্রিল-মে তেই কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হয়। কাজেই এই মেয়াদ শেষ হওয়ার আগেই লোকসভা নির্বাচন করে ফেলতে হয়। আবার এও বলা হয় গ্রীষ্মকালে দিন বড়, আর রাত ছোট। তাই দিনে ভোটের কাজে বেশি সময় পাওয়ার জন্যই নাকি গ্রীষ্মকালকেই ভোটের জন্য বেছে নেওয়া হয়।
ভারতে লোকসভা ভোটের ইতিহাস
১৯৫২ সালে যখন ভারতবর্ষে প্রথমবার নির্বাচন হয় তখন কিন্তু জানুয়ারি মাসে প্রবল ঠান্ডার মধ্যেই হয়েছিল। সেবার ৯ লক্ষ ভোটার ভোট দিয়েছিলেন। প্রথমবার ৬৮ দফাতে ভোট হয়েছিল। দেশের প্রথম নির্বাচন শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। প্রথম থেকে সাত নম্বর পর্যন্ত লোকসভা নির্বাচন ফেব্রুয়ারি-মার্চ মাসেই হয়েছিল।
১৯৮০ সালের জানুয়ারি মাসে সব থেকে কম দিনে নির্বাচন হয়েছিল। সেবার মাত্র ৩ দিনে লোকসভা ভোট সম্পন্ন হয়েছিল। তারপর থেকে গত ৫০ বছর ধরে শীতের সময়েই লোকসভা নির্বাচন হয়ে এসেছে। কিন্তু ২০০৪ সালে ভোটের সময় বদলে যায়। শীতের বদলে গরমকালেই ভোট এগিয়ে আনা হয়। সেই থেকে এ পর্যন্ত গরমের সময়ের মধ্যেই ভোট হয়ে আসছে।
আরও পড়ুন : ভোটের দিন এই কাজ না করলেই মিলবে শাস্তি, হবে মোটা টাকার জরিমানা
সরকারের মেয়াদ শেষের আগেই নির্বাচন হয়েছিল কোন বার?
ভারতীয় সংবিধানের ৮৩ (২) ধারা অনুসারে আগের লোকসভার মেয়াদ শেষ হওয়ার পর তবেই নির্বাচন হয়। অবশ্য ভারতে বেশ কয়েকবার সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন হয়েছে। লোকসভা আগে ভেঙে না গেলে লোকসভার প্রথম বৈঠকের ৫ বছরের মেয়াদ পূরণের পর নতুন লোকসভা তৈরি হয়। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীকে হত্যা করার পর ডিসেম্বর মাসেই তড়িঘড়ি নির্বাচন হয়। সেবার পরবর্তী নির্বাচন ৫ বছরের ব্যবধানে ১৯৯৬ সালের এপ্রিল মাসে হয়েছিল।
আরও পড়ুন : বাংলায় কটা আসন পাবে বিজেপি? ভোটের আগেই দেখুন ভোটের রেজাল্ট
এরপর আবার ১৯৯৮ সালে ইউনাইটেড ফ্রন্ট জোট ক্ষমতায় আসলে সরকার ভেঙে যায়। এনডিএ জোট ভেঙে যাওয়ার কারণে ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে লোকসভা নির্বাচন হয়। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকার আগেই সংসদ ভেঙে দিয়েছিল ২০০৪ সালে। যে কারণে ওই বছরে অক্টোবর মাসে ভোট হওয়ার কথা থাকলেও এপ্রিল মাসে হয়। ওই বছরের পর থেকে ভারতের প্রতিটা লোকসভা নির্বাচন এপ্রিল-মে মাসেই হয়ে আসছে।