OTP : বর্তমান সমাজে বেশিরভাগ মানুষ অনলাইন লেনদেনেই (Online Payment) অভ্যস্ত। অনলাইন পেমেন্টের সময় সুরক্ষার জন্য দিতে হয় একটি ওটিপি (OTP)। এবার এই ওটিপির নিয়মেই আসতে চলেছে বদল। কী বদল নিয়ে আসবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)? এই পরিবর্তনের ফলে কতটা সুবিধা হবে গ্রাহকদের?
কেন এই সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)?
অনলাইন পেমেন্ট যেমন সুবিধাজনক তেমন ঝুঁকিপূর্ণ। অনলাইন পেমেন্টের ক্ষেত্রে মানুষকে সুরক্ষিত রাখার জন্যই ওটিপি দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু এই ওটিপি এসএমএসের (SMS) আকারে পাঠানো হয় বলে দিন দিন জালিয়াতির সংখ্যা বাড়ছে। এই সমস্যা সমাধানের জন্যই নতুন পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
৪০০ কোটি OTP পাঠায় রুট মোবাইল
ভারতের কোনও ব্যাঙ্ক অথবা অন্য কোনও প্রতিষ্ঠানের হয়ে প্রতিমাসে প্রায় ৪০০ কোটি ওটিপি পাঠিয়ে থাকে রুট মোবাইল নামের একটি সংস্থা। এসএমএস-এর আকারে এই ওটিপি পাঠানো হয় বলেই সাইবার ক্রাইমের আশঙ্কা থেকেই যায়। গত কয়েক বছরে ওটিপি হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়ার ঘটনা শোনা গেছে প্রচুর। তাই এই ওটিপি পদ্ধতিকেই ধীরে ধীরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন : Paytm কিনছেন মুকেশ আম্বানি? RBI -এর নির্দেশের পর বড় ঘোষণা Jio -এর
ওটিপির পরিবর্তে কী বিকল্প আনা হবে?
সেকেন্ড অথেন্টিকেশন
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ওটিপির পরিবর্তে অন্য কিছু ভাবার নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ওটিপির বিকল্প হিসাবে যে দুটি অপশন সামনে উঠে এসেছে তার মধ্যে প্রথম হলো ব্যাঙ্কের দ্বিতীয় যাচাই করন অর্থাৎ সেকেন্ড অথেন্টিকেশন। এর জন্য কোনও নতুন অ্যাপ আসতে পারে।
আরও পড়ুন : আর টাকা তোলা যাবে না পুরনো এই পদ্ধতিতে! গ্রাহকদের নতুন নির্দেশ দিল RBI
টোকেন পদ্ধতি
ওটিপির পরিবর্তে দ্বিতীয় যে বিকল্পটি রয়েছে সেটি হল অ্যাপের মাধ্যমে টোকেন পদ্ধতি। এর অর্থ হল, টোকেন পদ্ধতির মাধ্যমে আর্থিক লেনদেন। এই বিষয়টি ইতিমধ্যেই চালু করা হয়েছে। তবে মাথায় রাখতে হবে, ওটিপির পরিবর্তে যে দুটি বিকল্পের কথা সামনে উঠে এসেছে সেই দুটির ক্ষেত্রেই মোবাইল ফোনের ব্যবহার রয়েছে।