আর Team India -তে সুযোগ পাবেন না এই ২ খেলোয়াড়, কঠিন সিদ্ধান্ত BCCI -এর

Team India : বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। বাকি দুটি ম্যাচের দল এখনো নির্বাচন করা হয়নি। এই ম্যাচ দুটির জন্য অনেক ক্রিকেটারই এই মুহূর্তে রয়েছেন প্রত্যাবর্তনের চেষ্টায়। অনেকের ইচ্ছা পূরণ হলেও ভারতীয় ক্রিকেটার আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) ভারতীয় দলে (Team India) ফেরার ইচ্ছা হয়ত অধরাই থেকে যাবে। কিন্তু কেন?

গত বছর সহ-অধিনায়ক হয়েছিলেন আজিঙ্কা রাহানে

বর্তমানে দলের বাইরে রয়েছেন মিডিল অর্ডার ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দলের বাইরে থাকাটা তার পক্ষে খুব একটা ভালো প্রমাণিত হচ্ছে না। গত বছর নির্বাচকরা তাকে দলে ফেরানোর একটি সুযোগ দিয়েছিলেন। সহ অধিনায়ক করা হয়েছিল তাকে। কিন্তু ক্রিকেটার সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। প্রত্যাবর্তনের ম্যাচে রান তুলতে ব্যর্থ হওয়ায় নির্বাচকরা তাকে বাইরের পথ দেখিয়ে দেন।

ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন আজিঙ্কা রাহানে

টেস্ট দল থেকে বাদ পড়ে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেটে রান করার আরো একবার সুযোগ এসেছিল আজিঙ্কার কাছে। কিন্তু রঞ্জি ট্রফির চলতি মরসুমে মুম্বাইয়ের হয়ে খেলা রাহানের অবস্থা ঘরোয়া ক্রিকেটেও বেহাল প্রমাণিত হয়েছে। পরপর দুটি ম্যাচে শূন্য হাতে প্যাভিলিয়নে ফিরেছিলেন তিনি।

আরও পড়ুন : বড় ঝটকা টিম ইন্ডিয়ায়! বাদ পড়লেন বিরাট কোহলি, মাথায় হাত ক্রিকেটপ্রেমীদের

আজিঙ্কা রাহানের শেষের কয়েকটি ম্যাচের পারফরম্যান্স

বিহারের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিনি খেলতে পারেননি এবং বাকি ম্যাচ দুটিতে শূন্য রানে আউট হয়ে যান তিনি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম বলেই এল বি ডব্লিউ হয়ে ফিরে যান তিনি এবং দ্বিতীয় ম্যাচে কেরলের বিরুদ্ধে প্রথম বলেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হন রাহানে।

আরও পড়ুন : T20 বিশ্বকাপ থেকে বাদ এই দুই খেলোয়াড়, বদলে সুযোগ পাবেন কারা? ঘোষণার পথে BCCI

রাহানের পাশাপাশি আরও এক খেলোয়াড় বাদ পড়লেন জাতীয় দল থেকে

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচের জন্য তাই রাহানের নির্বাচন হওয়া বেশ কঠিন। ভারতীয় দলের এই সিনিয়র ক্রিকেটারের সমানে খারাপ পারফরম্যান্স হওয়ায় নির্বাচকরা তাকে এই মুহূর্তে দলে আনতে চাইছেন না। অন্যদিকে রাহানের মত চেতেশ্বর পূজারা বাদ পড়েছেন জাতীয় দল থেকে। তবে এবারের রঞ্জি ট্রফিতে পুরনো ফর্মে ফিরে ফের নিজেকে প্রমাণ করেছেন পূজারা।