২ মিনিটেই ঠান্ডা হবে ঘর, দেখে নিন ২০ হাজারের মধ্যে সেরা ৮টি AC

Riya Chatterjee

Published on:

8 Best AC Under Price 20 Thousands

গত ৫০ বছরের মধ্যে রেকর্ড গরম পড়েছে ২০২৪ সালে। বৈশাখ মাসের শুরু থেকেই আবহাওয়া রীতিমত চোখ রাঙ্গাচ্ছে। এই সময় ঘরে ঘরে AC কেনার হিড়িক বাড়ছে। সাধারণত বিভিন্ন রেঞ্জের AC এখন মিলছে বাজারে। আজকের এই প্রতিবেদনে এমন টি AC এর নাম রইলো যেগুলোর দাম ২০ হাজার টাকার কম। দেখে নিন এই তালিকা।

২০ হাজারের নিচে সেরা AC

MarQ FKAC103SFAA 1 Ton 3 Star Split AC

৩ স্টার যুক্ত ১ টনের এই এসির বর্তমান দাম ১৮,৮৮৮ টাকা। ৩ হাজার ৪০০ ওয়াটের কুলিং ক্যাপাসিটি রয়েছে। এরমধ্যে রোটারি কম্প্রেসার কাজ করবে। এসির কনডেন্সার কয়েলটি কপারের তৈরি। ওজন প্রায় ৩৩.৫ কেজি। ২৩০ V ৫০ HZ পাওয়ার ক্ষমতা রয়েছে এর।

Panasonic CU-YN12WKYM 1 Ton 3 Star Split AC

এই এসির দাম ১৯,২৪৫ টাকা। থ্রি স্টার রেটিংয়ের এই ১ টন এসি-তে ইনভার্টার পাওয়া যায়। এসির কনডেন্সার কয়েল কপারের তৈরি এবং রোটারি কম্প্রেসার কাজ করে।

Hyundai HS4F33.GCR-CM 1 Ton 3 Star Split AC

এই এসিতে ইনভার্টার প্রযুক্তি পাওয়া যাবে না। এর ক্ষমতা ১ টন। এই এসিতে ৩ স্টার রেটিং রয়েছে। এর দাম ১৯ হাজার ৪৯৯ টাকা। ২৩০ V ৫০ HZ পাওয়ার ক্ষমতাযুক্ত কপারের কনডেন্সার কয়েল এবং রোটারি কম্প্রেসার যুক্ত এই এসি এক ধরনের স্প্লিট এসি।

Croma CRAC1127 1.5 Ton 5 Star Window AC

এই এসিতেও ইনভার্টার প্রযুক্তি পাওয়া যাবে না। এর ক্ষমতা ১.৫ টন। এই এসি ৩ স্টার রেটিং যুক্ত। যার দাম ৩৯ হাজার টাকা। যারা ৫০ হাজার টাকার মধ্যে ভালো এসি খুঁজছেন তাদের জন্য এটা ভালো বিকল্প।

LG LWA5GW3A 1.5 Ton 3 Star Window AC

এই এসিতেও ইনভার্টার প্রযুক্তি পাওয়া যাবে না। এর ক্ষমতা ১.৫ টন। এই এসি ৩ স্টার রেটিং যুক্ত। দাম, ১৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে।

Carrier 1.5 Ton 5 Star Inverter Split AC

এই এয়ার কন্ডিশনারটিতে রয়েছে ফ্লেক্সি কুল প্রযুক্তি। ৬টি ভিন্ন টননেজ মোডে সেট করে রাখতে পারেন এই এসিকে। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। দাম শুরু হচ্ছে ৩৫ হাজার টাকা থেকে।

আরও পড়ুন : পোর্টেবল AC নাকি সাধারণ AC , কোনটা কিনবেন? কোনটার সুবিধা কি?

Daikin 1.5 Ton 5 Star Inverter Window AC

এই এসি ৫ স্টার যুক্ত অর্থাৎ বিদ্যুৎও সাশ্রয় করে। বৃষ্টির দিনেও আর্দ্রতা হ্রাস করে। ৩৬ হাজার ২৯৯ টাকা থেকে শুরু হচ্ছে দাম। ৫০ হাজার টাকার মধ্যে এসি কেনার জন্য এটা ভালো বিকল্প।

আরও পড়ুন : রোজ ৮ ঘন্টা AC চললে মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসবে?

Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC

ঘরে ৭ মিটার পর্যন্ত ঠান্ডা বাতাস দিতে পারে। এই এসি বড় ঘরকে ঠান্ডা করতে একেবারে উপযুক্ত। এর দাম ২৭ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।