৫০০০ টাকার মধ্যে এবছরের সেরা ৫ টি Air Cooler

Riya Chatterjee

Published on:

5 Best Air Coolers Below Price 5 Thousands

প্রচন্ড গরমে কার্যত নাজেহাল হয়ে পড়ছেন সাধারণ মানুষ। বাইরে লুু বইছে। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। এমনকি ঘরেও শান্তি নেই। শুধু ফ্যানে এখন আর কাজ যেন হচ্ছে না। আবার এসি কেনার ক্ষমতাও সকলের নেই। তারা কম দামের মধ্যে এয়ার কুলার কিনতে পারেন। আজকের এই প্রতিবেদনে রইল ৫ হাজার টাকার কম দামে ৫ টি এয়ার কুলারের নাম।

Hindware Smart Appliances Cruzo 25L

এই এয়ার কুলার প্রচন্ড গরমে ঘর ঠান্ডা করতে এক নম্বরে থাকবে। এই মেশিন খুব তাড়াতাড়ি ঘর ঠান্ডা করতে পারে। আবার বিদ্যুৎ অনেক কম খরচ করে। মাত্র ৪৪৯০ টাকাতে এই ২৫ লিটারের পোর্টেবল এয়ার কুলার কিনতে পারবেন। ঘরের যে কোনও জায়গাতে এই এয়ার কুলার সেট করতে পারেন।

Ekvira High Speed Fan

বাড়ি এবং অফিস দুই জায়গাতেই এই হাই স্পিড ফ্যান কুলার ব্যবহার করতে পারবেন। এই টেবিল টপ ব্লেডলেস কুলারের দাম ২০৯৯ টাকা। সাদা প্রিমিয়াম প্লাস্টিকের তৈরি এই ফ্যান কুলার ঘর ঠান্ডা করবে নিমেষে।

Crompton Ginie Neo Table-Top Personal Air Cooler- 10L

ক্রম্পটনের এসির চাহিদা তো বাজারে বেশ তুঙ্গে। তবে এই কোম্পানির এয়ার কুলারেরও বেশ চাহিদা রয়েছে। ক্রম্পটনের ১০ লিটারের এয়ার কুলারের দাম ৩৭৩০ টাকা থেকে শুরু হচ্ছে। এই এয়ার কুলারের মোটর ওভারলোড প্রোটেকটেড এবং ১৩০ ওয়াটেরও কম পাওয়ার খরচ করে।

আরও পড়ুন : রোজ ৮ ঘন্টা AC চললে মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসবে?

Bajaj PX25 Torque Air Cooler 24 Litre

বাজাজ কোম্পানির এয়ার কুলার কিনতে পারেন। ২৪ লিটারের এই এয়ার কুলারের মধ্যে অত্যাধুনিক সুবিধা রয়েছে। এর আকর্ষণীয় কম্প্যাক্ট ডিজাইন নজর কাড়বে। সেই সঙ্গে এর চাকা সিস্টেম প্রয়োজন মত ঘরের যে কোনও জায়গাতে কুলার সরাতেও সাহায্য করবে। এরমধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফিল্টার এবং ট্যাব ফ্যান রয়েছে। অনলাইনে মাত্র ৪ হাজার ৬৪৯ টাকাতে কিনতে পারবেন এই কুলার।

আরও পড়ুন : এই মোডে চালান AC, হু হু করে কমবে Electric বিল

Havells Fresco-i 32L Personal Air Cooler

হ্যাভেলসের পোর্টেবল এয়ার কুলার অত্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে। ৩২ লিটার ক্ষমতাযুক্ত এই এয়ারকুলার অনলাইনে কিনতে গেলে ৪,৯৯৮ টাকা খরচ পড়বে। বাড়ি, অফিস যেকোনও জায়গাতে ব্যবহার করতে পারবেন।