এই মোডে চালান AC, হু হু করে কমবে Electric বিল

Riya Chatterjee

Published on:

In Which Mode You Should Set Your AC To Reduce Electricity Bill

এপ্রিল মাসে যেভাবে গরম পড়েছে তাতে আগামী দিনে যে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে তা ভেবেই আঁতকে উঠছেন এই রাজ্যের মানুষ। একদিকে প্রচন্ড গরম, লু বইছে। অন্যদিকে বৃষ্টির দেখা নেই। গরম সহ্য করতে না পেরে অনেকেই এসি চালাতে বাধ্য হচ্ছেন। গরমের মোকাবিলা করতে গিয়ে এই এসি আদতে ইলেকট্রিক বিল বাড়িয়ে পকেট ফাঁকা করে দিচ্ছে। কীভাবে বাঁচবেন এর থেকে?

দিনরাত নির্বিশেষে দিনভর এসি না চালিয়ে যেন থাকাই যাচ্ছে না এখন। আবার ২৪ ঘন্টা এসি চালালে হু হু করে বাড়বে ইলেকট্রিক বিল। মাসের শেষে বিল মেটাতে গিয়ে কাল ঘাম ছুটবে। তবে জানেন কি ঠিকভাবে এসি চালালে চড়া বিদ্যুৎ বিলের হাত থেকে বাঁচতে পারবেন আপনি? তার জন্য আপনাকে নির্দিষ্ট মোডে এসি চালাতে হবে।

এসির বিভিন্ন মোড

বর্তমানে যে উন্নত প্রযুক্তির এসি পাওয়া যায় সেগুলোতে অনেকগুলো মোড থাকে। যেমন ড্রাই মোড, হিট মোড, স্লিপ মোড, কুল মোড, অটো মোড ইত্যাদি। যারা এসি চালান তাদের মধ্যে অনেকেই এগুলোর সঠিক ব্যবহার জানেন না। তবে এসি চালানোর সময় শুধুমাত্র সঠিক মোড নির্বাচনই কয়েক হাজার টাকা পর্যন্ত ইলেকট্রিক বিল বাঁচিয়ে দিতে পারে।

কোন মোডে এসি চালালে বিদ্যুৎ বিল কম আসবে?

এসি চালানোর সময় অটো মোড অন রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ সেটা ঘরের কুলিংয়ের প্রয়োজনীয়তা অনুসারে কাজ করে। অটো মোড অন করার সঙ্গে সঙ্গে ড্রাই মোড, কুল মোড এবং হিট মোড চালু হয়ে যায়। এই অটো মোড নিদান করতে পারে কখন এসির ফ্যান চলবে, কখন কম্প্রেসার চলবে আর কখন বন্ধ থাকবে।

আরও পড়ুন : রোজ ৮ ঘন্টা AC চললে মাসে কত টাকা ইলেকট্রিক বিল আসবে?

এসির অটো মোড সবসময় ঘরের তাপমাত্রার উপর কাজ করে। ঘরের তাপমাত্রা অনুসারে এসির মোড পরিবর্তন করতে পারে এই অটো মোড। ঘরের তাপমাত্রা বেশি থাকলে অটো মোড কম্প্রেসার চালু করে দেয়। এতে ঘর ঠান্ডা হয়ে আসে। এবার ঘর ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসার নিজে থেকেই বন্ধ করে দেয়।

আরও পড়ুন : ২ মিনিটেই ঠান্ডা হবে ঘর, দেখে নিন ২০ হাজারের মধ্যে সেরা ৮টি AC

ঠিক একইভাবে ঘরের বাতাস আর্দ্র হয়ে থাকলে এসির অটো মোড ডিহিউমিডিফিকেশন মোডকে সক্রিয় করে। এইভাবে ঘরের প্রয়োজনীয়তা বুঝে এসিকে চালনা করে অটো মোড। অটো মোডে এসি চালু রাখলে এসি এক টানা চালু থাকবে না। এতে বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হয়। মাসের শেষে বিদ্যুৎ বিল অনেকটাই কম আসে। বর্তমানের স্প্লিট এবং উইন্ডো এসিতে এই মোড পাওয়া যায়।