বাংলার ৪২ আসনে কে কোথায় জিতবে? ভোটের আগেই দেখুন সমীক্ষার ফলাফল

Riya Chatterjee

Published on:

BJP Vs TMC Loksabha Election Opinion Poll Result In West Bengal

২০২৪ এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশজুড়ে রাজনৈতিক চাপানউতোর চলছে। দেশে আবারও পদ্ম ফুলই ফুটবে, বিভিন্ন সমীক্ষার রিপোর্ট থেকে উঠে আসছে তেমনই তথ্য। তবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফলাফল কী হবে? পশ্চিমবঙ্গের ৪২ টি লোকসভা আসনের মধ্যে বিজেপি কটা আসন পাবে? কোন কোন আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেবেন বিজেপির প্রার্থীরা? ইন্ডিয়া টুডের সমীক্ষার ফলাফল দেখুন এক নজরে।

বাংলাতে বিজেপি কটা আসন পাবে?

গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ১৮ টা আসন পেয়েছিল। এই বছর সেই অংকটা বাড়িয়ে ২৫ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, পশ্চিমবঙ্গে এই বছর বিজেপির ফলাফল খুব একটা খারাপ হবে না। বরং ইন্ডিয়া টুডের জনমত সমীক্ষার রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গের ২৩ টা আসনে জয় লাভ করবে বিজেপি।

লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলো বাংলাতে কে কটা আসন পাবে?

লোকসভা নির্বাচনে তৃণমূল ১৯টা আসনে জিতবে, বিজেপি পাবে ২৩ টা, কংগ্রেস ও বামেদের ঝুলিতে একটা আসনও নাকি যাবে না। এমনটাই উঠে আসছে এই জনমত সমীক্ষায়। আসন্ন লোকসভা নির্বাচনে শত্রুঘ্ন সিনহা, রচনা ব্যানার্জী, কীর্তি আজাদ, মহুয়া মৈত্র, দেবাংশু ভট্টাচার্যদের মত তারকারা হারের মুখ দেখবেন।

আরও পড়ুন : বাংলায় কটা আসন পাবে বিজেপি? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর

তৃণমূল কোন কোন আসনে জিতবে?

এই সমীক্ষার রিপোর্টে দাবী করা হয়েছে দমদম, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বহরমপুর, ব্যারাকপুর, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, শ্রীরামপুর, ঝাড়গ্রাম, বোলপুর এবং বীরভূমে তৃণমূল জিতবে।

আরও পড়ুন : ক্ষমতায় এলে কী কী করবে মোদি সরকার? দেখুন বিজেপির আগামী ৫ বছরের প্ল্যানিং

বিজেপি কোন কোন আসনে জিতবে?

বারাসত, কৃষ্ণনগর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাওঁ, হুগলি, আরামবাগ, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল‌ যাবে বিজেপির ঝুলিতে।