৩০০ ব্যাঙ্কে সাইবার আক্রমণ! বন্ধ UPI পরিষেবা, মাথায় হাত গ্রাহকদের 

সাইবার হানার (Cyber Attack) শিকার ভারতের ৩০০টি ব্যাঙ্ক (Bank)। যে কারণে ভারতের বহু ব্যাঙ্কের অনলাইন পরিষেবা ব্যাহত হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে UPI পরিষেবা। ইউপিআই, আইএমপিএস এবং নির্দিষ্ট ব্যাঙ্কের অন্যান্য পেমেন্ট সিস্টেমগুলো এখন সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে পরিস্থিতির দ্রুত স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া।

আসলে সরাসরি কোনো ব্যাঙ্কের সিস্টেমের উপর হামলা চালানো হয়নি। সাইবার অপরাধীরা সি এজ টেকনোলজি নামের একটি সংস্থার উপর র‍্যানসামওয়ার হামলা চালিয়েছে। এই সংস্থা ভারতের বিভিন্ন ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কিং প্রযুক্তি প্রদান করে। তাদের প্রোভাইডার হ্যাক করার চেষ্টা হয়েছে। যে কারণে এখন যে ব্যাঙ্কগুলো এই সংস্থা থেকে সার্ভিস নেয় তাদের অনলাইন পরিষেবা বন্ধ থাকবে। এই তালিকাতে ৩০০ টি ব্যাঙ্কের নাম রয়েছে।

Cyber Attack

পেমেন্ট ইকো সিস্টেমের উপর যাতে বড় প্রভাব না পড়ে তার জন্য এখন এনসিপিআই দ্বারা পরিচালিত খুচরো পেমেন্ট সিস্টেমগুলোকে অস্থায়ীভাবে বিচ্ছিন্ন রাখা হয়েছে সি এজ প্রযুক্তি থেকে। এর ফলে সেই সমস্ত ব্যাংকের গ্রাহকরা এখন খুচরো পেমেন্ট সিস্টেম অ্যাকসেস করতে পারবেন না। ইউপিআই থেকে টাকা ট্রান্সফার করতে গিয়ে সমস্যা হচ্ছে গ্রাহকদের।

আরও পড়ুন : পাসওয়ার্ড দেওয়ার সময় ভুলেও এই ৩টি ভুল করবেন না!

Cyber Attack

আরও পড়ুন : ATM ব্যবহারের সময় সাবধান! এই ভুল করলেই চলে যাবে সব টাকা

রিপোর্ট অনুসারে, সিএজ সংস্থা প্রধানত কোঅপারেটিভ ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলোকে ব্যাঙ্কিং পরিষেবা দেয়। ভারতে এমন ৩০০ টি ব্যাঙ্কের অনলাইন পেমেন্ট সিস্টেম তাই এখন সাময়িকভাবে বন্ধ থাকছে। পরিষেবা কখন ঠিক হবে তা জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে সি এজ সংস্থার সঙ্গে আলোচনা করে দ্রুত এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব হবে। আবার সবকিছু স্বাভাবিক হবে।