চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য কিংবা পর্যটনের জন্য প্রত্যেকদিন হাজার হাজার বাংলাদেশি ভারতে আসেন। তা সে যতই বাংলাদেশ ভারত বয়কটের ডাক দিক না কেন, আদতে কিন্তু তাতে ভারতে বাংলাদেশিদের যাতায়াত কমেনি। সম্প্রতি হঠাৎ করেই বাড়ানো হল ভারত-বাংলাদেশগামী ট্রেনের টিকিটের ভাড়া। বাংলাদেশিরা এতে অশনি সংকেত দেখছেন।
কোন কোন ট্রেনের ভাড়া বাড়লো?
সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী ট্রেনের টিকিটের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সরকার। একাধিক ট্রেনের ভাড়া বৃদ্ধি হয়েছে। এর মধ্যে রয়েছে মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস। এসি চেয়ার কার থেকে শুরু করে স্লিপার ক্লাস, প্রত্যেকটি কাউচের ভাড়া বাড়ানো হয়েছে।
কত বাড়লো টিকিটের দাম?
বাংলাদেশের রেল কর্তৃপক্ষ প্রত্যেকটি ট্রেনের ক্ষেত্রে বর্ধিত টিকিটের ভাড়া ঘোষণা করেছে। মৈত্রী এক্সপ্রেস স্লিপারের ভাড়া হয়েছে ৪৯০০ টাকা। মৈত্রী এক্সপ্রেসের এসি চেয়ারের ভাড়া হয়েছে ৩৬০০ টাকা। মিতালী এক্সপ্রেসের ভাড়াও বাড়ানো হয়েছে। মিতালী এক্সপ্রেসের স্লিপারের ভাড়া ৬৭০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৪২৯০ টাকা ধার্য হয়েছে।
অন্যদিকে বন্ধন এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ভাড়া ২৯৫০ টাকা এবং এসি চেয়ার কারের ভাড়া ২৩০০ টাকা করা হয়েছে। এই ভাড়া বৃদ্ধিতে স্বাভাবিকভাবেই খুশি নন বাংলাদেশিরা। উল্টে তাদের দাবি এর থেকে সাধারণ স্লিপার বা সাধারণ চেয়ার কারের ব্যবস্থা করলে তারা বরং কিছুটা কম খরচে ভারতে আসা-যাওয়া করতে পারতেন।
আরও পড়ুন : বাংলায় ফের নতুন রুটে চালু হচ্ছে মেট্রো! নতুন চমক দিল কলকাতা মেট্রো
উল্লেখ্য, বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতের ক্ষেত্রে পরিবহনের উপর চাপ এত বাড়ছিল যে বাস এবং ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। ভারত বাংলাদেশ যাতায়াতের জন্য নতুন ৩ টি রুটে রেলপথ চালু হয়েছে। আবার ঢাকা থেকে কলকাতায় আসার জন্য একাধিক বাসও রয়েছে। কিন্তু বাসেও যাত্রীদের চাপ লক্ষ্য করে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে কলকাতা আসার বাস খুব শীঘ্রই চালু করবে বাংলাদেশ সরকার।
আরও পড়ুন : নামমাত্র ভাড়ায় জুড়ে গেল হাওড়া থেকে বিষ্ণুপুর! চালু হল স্পেশাল ট্রেন
এখন কলকাতা থেকে ঢাকার পথে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। জলপাইগুড়ি থেকে ঢাকা পথে মিতালী এক্সপ্রেস চলাচল করছে সপ্তাহে তিন দিন। খুলনা থেকে কলকাতায় যাত্রীদের নিয়ে যাতায়াত করছে বন্ধন এক্সপ্রেস। খুব শীঘ্রই ঢাকা থেকে আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত আরেকটি নতুন রেলপথ চালু হবে।