ভোটের দিন এই কাজ না করলেই মিলবে শাস্তি, হবে মোটা টাকার জরিমানা

১৯ শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। এই বছর ৭ দফায় প্রায় ৪৪ দিন ধরে নির্বাচন চলবে। নির্বাচনের নানা নিয়ম-কানুন এরই মধ্যে প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। এদিন সব সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকবে। ভোট উপলক্ষে বেসরকারি সংস্থার কর্মীরা ছুটি পাবেন কী? এই মর্মেও নির্দেশ দিয়েছে কমিশন।

ভোটের দিন বেসরকারি সংস্থার কর্মীরা ছুটি পাবেন কী?

ভোটের ছুটি নিয়ে দেশজুড়ে সরকারি এবং বেসরকারি সংস্থার কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে তাই শেষমেষ ছুটি নিয়ে স্পষ্ট ঘোষণা হল। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক কৃষ্ণমূর্তি জানিয়েছেন যেদিন যে কেন্দ্রে ভোট থাকবে সেদিন সেই কেন্দ্রে ছুটি থাকবে। সব বেসরকারি কর্মচারীদের এই ছুটি দিতে হবে।

তবে শুধু ছুটি নয়, ভোটের জন্য ছুটি দিলেও বেতন কাটতে পারবে না সংস্থা। অর্থাৎ ওই দিনে সব বেসরকারি কর্মচারীরা সবেতন ছুটি পাবেন। অন্যদিকে সরকারি কর্মচারীরা এদিন ভোটের কাজে নিযুক্ত থাকার ফলে ছুটি পাবেন না। তবে ঐদিন ভোটের ডিউটির কারণে তারা বেতনও পাবেন আবার ভোটের ডিউটি বাবদ অতিরিক্ত পারিশ্রমিক পাবেন।

আরও পড়ুন : বাংলায় কটা আসন পাবে বিজেপি? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর

নির্বাচন কমিশনের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে ভোটের দিন যদি কোনও সংস্থা কর্মচারীদের সবেতন ছুটি দিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৯৫১ সালের রিপ্রেজেন্টেশন অফ দা পিউপল অ্যাক্টের ১৩৫ বি ধারা অনুসারে ভোটের দিন কর্মচারীরা এই ছুটি পেতে বাধ্য। সব সরকারি, আধা সরকারি, বেসরকারি, অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের এই ছুটি দিতেই হবে।

আরও পড়ুন : আটকে যাবে কারচুপি, এই মেশিন লাগালেই ঘুরে যাবে ভোটের রেজাল্ট

নিয়ম অমান্য করলে কী শাস্তি হবে?

যে ভোটাররা নিজেদের ভোটকেন্দ্র থেকে দূরে কোথাও কাজ করছেন তাদেরকেও বাধ্যতামূলক ছুটি দিতে হবে। নিয়ম অমান্য করলে সংস্থার বিরুদ্ধে ৫০০ টাকা জরিমানা ধার্য করা হয়।