ইলেকট্রিক গাড়ি (Electric Vehicles) কিনতে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ। গাড়ি কিনবেন আপনি, আর টাকা দেবে সরকার। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এবার থেকে ইলেকট্রিক গাড়ি কিনলে তার দরুণ ভর্তুকি দেবে সরকার। সাধারণ মানুষের মধ্যে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ানোর জন্য এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর নাম রাখা হয়েছে ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম ২০২৪।
ফেম প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হওয়ার পর এবার আনা হয়েছে নতুন ইলেকট্রিক মোবিলিটি প্রোমোশন স্কিম ২০২৪ বা EMPS ২০২৪। কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রকের তরফ থেকে এই নতুন প্রকল্প চালু হয়েছে। জুলাই মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এখনো দু মাস সময় বাড়ানো হলো। অর্থাৎ আগামী আগস্ট এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত সুযোগ পাবেন আপনি।
EMPS প্রকল্পের আওতায় ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যার বৃদ্ধি করে ৭৭৪ কোটি টাকা করা হয়েছে। এবার থেকে দু চাকা বা তিন চাকার বৈদ্যুতিক গাড়ি কিনতে হলে আপনি ভর্তুকি পাবেন। মোটরবাইকের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং ব্যাটারি চালিত থ্রি হুইলারের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ভর্তুকির জন্য আবেদন করতে পারবেন।
যদিও এই ভর্তুকির টাকা কিন্তু সরাসরি গ্রাহকের একাউন্টে ঢুকবে না। বরং যে শোরুম থেকে কিনছেন ডিসকাউন্ট হিসেবে তার প্রাইস থেকে বাদ যাবে। শোরুমের মালিকেরা কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের থেকে ভর্তুকির টাকাটা পাবে। কেবলমাত্র ভারতে তৈরি হওয়া বৈদ্যুতিক যানবাহন কেনার ক্ষেত্রেই আপনি এই ভর্তুকি পাবেন। এর আওতায় ৩.৩৩ লক্ষ ইলেকট্রিক টু হুইলার এবং ৪১ হাজারের বেশি ইলেকট্রিক থ্রি হুইলারের উপর ভর্তুকি দেওয়ার কথা ছিল প্রাথমিকভাবে।
আরও পড়ুন : মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি! কীভাবে আবেদন করবেন দেখুন
তবে যেহেতু প্রকল্পের মেয়াদ বেড়েছে তাই স্বাভাবিকভাবে গাড়ির সংখ্যাও এখন বাড়ানো হলো। এবার মোট ৫.৬১ লক্ষ ইলেকট্রিক গাড়ির উপর ভর্তুকি দেওয়া হবে। যার মধ্যে ৫ লক্ষ ৮০ টি দুই চাকা এবং ৬০ লক্ষ ৭০৯টি তিন চাকা গাড়িতে ভর্তুকি দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।