Electricity: মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি! কীভাবে আবেদন করবেন দেখুন

বর্তমান সময়কালে অন্যান্য সব জিনিসের মত বিদ্যুতের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার আপনাকে প্রত্যেক মাসে ৩০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পরিষেবা দিতে উদ্যোগী। কীভাবে পাবেন এই পরিষেবা? এর জন্য কী কী করতে হবে আপনাকে? আজকের এই প্রতিবেদন থেকে জানুন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার সমস্ত খুঁটিনাটি।

বর্তমানে বিদ্যুতের চাহিদা যেভাবে বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতি ইউনিট বিদ্যুতের দাম। তাই বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে মোদি সরকার। আর এই কারণেই প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলী যোজনার কথা ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে জনদরদী প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে ‌এই প্রকল্পের নাম। যার আওতায় সোলার প্যানেল বসিয়ে আপনি সূর্য শক্তি ব্যবহার করতে পারবেন।

How To Apply For PM Surya Ghar Muft Bijli Yojana

গোটা দেশে ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্তকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। এক কোটিরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন। আগামী দিনে আরো কোটি কোটি বাড়িতে এই সোলার প্যানেল বসাতে চায় মোদি সরকার। তবে সোলার প্যানেল বসাতে গিয়ে যাতে আর্থিক টানাপোড়নের মুখে পড়তে না হয় তার জন্য ভর্তুকিও দেবে সরকার।

বিদ্যুতের চাহিদার মোকাবিলা করার জন্য রুফটপ সোলার ইনস্টলেশনের কাজ শুরু করেছে কেন্দ্র। এই প্রকল্পের আওতায় বেশি সংখ্যক পরিবারকে আনা হবে। বাড়ির ছাদে সৌর প্যানেল বসানো হবে। যার ফলে সূর্য শক্তি থেকে পরিবারগুলো প্রয়োজনমতো বিদ্যুৎ পাবে বিনামূল্যে। শুধু তাই নয়। নিজের বাড়িতে বিদ্যুৎ খরচের পর যতটুকু বিদ্যুৎ বাঁচবে তা বিক্রি করে টাকাও রোজগার হবে।

আরও পড়ুন : Electricity Bill কেন বেশি আসে? কীভাবে কমাবেন বিদ্যুতের খরচ?

How To Apply For PM Surya Ghar Muft Bijli Yojana

দেশের গরীব এবং নিম্নবিত্ত পরিবারের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। যারা ভারতীয় নাগরিক এবং যাদের বার্ষিক আয় ১ লাখ টাকা থেকে দেড় লাখ টাকার মধ্যে তারাই কেবল এই প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। পরিবারের সদস্যদের মধ্যে কেউ সরকারি চাকরি করলে হবে না। আবার পরিবারের সদস্যদের মধ্যে কেউ আয়কর দিলে সেই পরিবার এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না।

আবেদন করার সময় আবেদনকারীকে আধার কার্ড, বাসস্থান, আয়ের প্রমাণপত্র, রেশন কার্ড, মোবাইল নম্বর, বিদ্যুৎ বিল এবং ব্যাঙ্ক একাউন্ট সংক্রান্ত নথি দিতে হবে। মাসে যারা ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার করেন সেই বাড়িগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরজন্য তিন কিলোওয়াটের চেয়ে বড় সিস্টেম বসাতে হবে। যারা আবেদন করবেন তারা সৌর প্যানেল বসাতে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন।

আরও পড়ুন : দিনরাত AC চালিয়েও কম আসবে বিদ্যুৎ বিল, জেনে নিন ৬টি গোপন কৌশল

How To Apply For PM Surya Ghar Muft Bijli Yojana

অনলাইনে pmsuryaghar.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। হোমপেজে গিয়ে Apply for Rooftop Solar অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নম্বর দিয়ে ওটিপি ভ্যালিডেট করতে হবে। তারপর রাজ্য, জেলা, কোন সংস্থার গ্রাহক, বিদ্যুৎ গ্রাহকের নম্বর এবং নাম লিখতে হবে। কোথায় সোলার প্যানেল বসাবেন সেই জায়গার ছবি দিয়ে সাবমিট করতে হবে। তারপর লগইন করে আবেদন পত্রটি সম্পূর্ণ পূরণ করে জমা করতে হবে।