PVC Aadhaar Card কী? বাড়িতে বসে কীভাবে বানাবেন পিভিসি আধার কার্ড

Riya Chatterjee

Published on:

How To Apply For PVC Aadhaar Card

বর্তমানে আধার কার্ড ভারতীয়দের অন্যতম জরুরি নথিপত্র হিসেবে বিবেচিত হয়। পরিচয়ের প্রমাণপত্র হিসেবে সব জায়গাতেই এখন আধার কার্ড জমা দেওয়া জরুরী হয়ে দাঁড়িয়েছে। এখন আধারের আসল কার্ডটা তাই যত্নে রাখা জরুরী। আধার কার্ড যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য PVC কার্ডে বদলে ফেলা উচিত। জানুন কীভাবে করবেন এই কাজ।

PVC কার্ড আসলে কী?

UIDAI আধার কার্ড নিয়ে একটি নতুন পরিষেবা চালু করেছে। যেখানে নামমাত্র ফি জমা করলেই আধারের PVC কার্ড হাতে পেয়ে যাবেন। PVC কার্ডে আপনার আধার সম্পর্কিত যাবতীয় তথ্য থাকবে। এই কার্ড সহজে নষ্ট হবে না। কারণ আসল আধার কার্ড কাগজের তৈরি। তাই নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

কীভাবে PVC কার্ডের জন্য আবেদন করবেন?

  • https://uidai.gov.in/ ওয়েবসাইট খুলুন।
  • My Aadhaar বিভাগে Order Aadhaar PVC Card অপশনে ক্লিক করুন।
  • আপনার ১২ সংখ্যার আধার নম্বর কিংবা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি নম্বর কিংবা ২৮ সংখ্যার EID নম্বর লিখুন।
  • Capcha Code লিখুন।
  • Send OTP অপশনে ক্লিক করুন।
  • OTP লিখে Submit করুন।
  • কার্ডের একটি প্রিভিউ কপি দেখানো হবে।
  • এবার Verify করে Place Order অপশনে ক্লিক করুন।
  • এই কাজের জন্য ৫০ টাকা ফি দিতে হবে।

আবেদন করা হয়ে গেলে কিছুদিনের মধ্যেই আপনার বাড়ির ঠিকানায় পিভিসি কার্ড পৌঁছে যাবে।