মাত্র ১ মিনিটে বাড়িতে বসেই বদলে ফেলুন রেশন দোকান, জেনে নিন পদ্ধতি

রেশন কার্ডের (Ration Card) কোনও তথ্য সংশোধন কিংবা রেশন দোকান পরিবর্তন করা এখন আরও সহজে হবে। অনলাইনে ঘরে বসে মাত্র কয়েকটা স্টেপেই আপনি রেশন দোকানের নাম, স্থান বদলে ফেলতে পারবেন। কীভাবে? সম্প্রতি রাজ্যের খাদ্য এবং সরবরাহ দপ্তরের (Department of Food and Supplies, Government of WB) তরফ থেকে সেই মর্মে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়। অনলাইনে কীভাবে রেশন দোকানের নাম পরিবর্তন করবেন? দেখুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।

অনলাইনে কীভাবে রেশন দোকান পরিবর্তন করবেন?

  • পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/ তে ক্লিক করুন।
  • Citizen Home মেনুতে ক্লিক করুন।
  • Ration And Related Corner মেনুতে ক্লিক করুন।
  • Self Service Through Aadhaar বা আধারের মাধ্যমে স্বসেবা অপশনে ক্লিক করুন।
  • পরের পেজে Change Your FPS অথবা আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন অপশনে ক্লিক করুন।
  • নতুন পেজে Ration Card Number লিখে সার্চ করুন।
  • Send OTP অপশনে ক্লিক করুন। আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে সেটা লিখুন।
  • আপনার বর্তমান ঠিকানা লিখুন। যে রেশন দোকান চাইছেন সেই নাম সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন।
  • আপনার পরিবারে কোনও সদস্যের রেশন কার্ডের সঙ্গে যদি মোবাইল লিঙ্ক না থাকে তাহলে মোবাইল নম্বর টাইপ করুন নির্দিষ্ট বক্সে।
  • Submit অপশনে ক্লিক করুন। এরপর আপনাকে দেখানো হবে Thank You Your FPS Changed Sucessfully। যার অর্থ আপনার রেশন দোকান পরিবর্তন হয়ে গিয়েছে।