বাড়িতে নিজেই কীভাবে AC পরিস্কার করবেন, জেনে নিন পদ্ধতি

বৈশাখ মাসের শুরুতেই গরমটা বেশ বাড়ছে। এসি ছাড়া এখন আর এক মুহূর্তও যেন ঘরে থাকা যাচ্ছে না। গোটা শীতকালটা এসি বন্ধ রাখার পর গরমকালে চালু করার আগে অবশ্যই একবার পরিষ্কার করে নেবেন। অনেকে এর জন্য মেকানিক ডাকেন। তবে আপনি কিন্তু নিজের হাতেই এসি পরিষ্কার করতে পারবেন তাও মাত্র কয়েকটি স্টেপে। দেখুন কীভাবে এসি পরিষ্কার করতে হয়।

বাড়িতে কীভাবে এসি পরিষ্কার করবেন?

  • সবার আগে পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিন। কারণ এসি পরিষ্কার করার সময় আপনাকে প্যানেলটা খুলতে হবে। এই সময় বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা থাকে।
  • এসির ফিল্টার বের করে আনুন। এবার খুব সাবধানে এর মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে। তার জন্য একটা টুথব্রাশ নিয়ে হালকা করে ঘষতে পারেন। অল্প একটু উষ্ণ গরম জলে লিকুইড সাবান বা শ্যাম্পু মিশিয়ে একটা কাপড় দিয়ে পরিষ্কার করুন। ভালোভাবে ধুয়ে মুছে শুকনো করে ফেলতে হবে।
  • এসির মধ্যে যে ইভাপোরেটর রয়েছে সেটাকে খুব সাবধানে পরিস্কার করতে হবে। নয়তো এর তীক্ষ্ণ পাখায় আঘাত লাগতে পারে।
  • এসি ইউনিটের ভেতরটাও পরিষ্কার করতে হবে। তার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। ফ্যানের ব্লেড, কয়েল, এসির অন্যান্য ইউনিট খুব সাবধানে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

আরও পড়ুন : দিনরাত AC চালিয়েও কম আসবে বিদ্যুৎ বিল, জেনে নিন ৬টি গোপন কৌশল

  • এবার শুকনো করে রাখা ফিল্টার এসির ইউনিটে লাগিয়ে দিন। এসি প্যানেল ভালোভাবে বন্ধ করে দিন। এবার আপনি পুনরায় পাওয়ার সাপ্লাই অন করে এসি চালু করতে পারবেন।