গরমকালে সকলে এসি চালান ঘর ঠান্ডা করার জন্য। তবে শুধু ঘর ঠান্ডা নয়, গরমও করে তুলতে পারে এসি। এটা প্রধানত হয় এসির মোড বা কন্ট্রোল সেটিংস ঠিক না থাকলে। আপনার ঘরেও কি এসি ঠান্ডার বদলে গরম হাওয়া দিচ্ছে? তাহলে হতে পারে এসির সেটিংসে কিছু সমস্যা দেখা দিয়েছে। কীভাবে এই সমস্যা দূর করবেন জেনে নিন।
এসি কেন ঘর গরম করে দেয়?
এসির মধ্যে ঘর ঠান্ডা করার পাশাপাশি গরম করার ক্ষমতাও থাকে। এসির মধ্যে HVAC অর্থাৎ Heating, Ventilation, and Air Conditioning সিস্টেম থাকে। এর মধ্যে যে হিট পাম্প থাকে তা ঘরের হাওয়া গরম করে। ঠান্ডা করার সময় যেমন এসি ঘরের বাইরের হাওয়া ভেতরে নিয়ে এসে ঘরের আর্দ্রতা কমিয়ে ঘর ঠান্ডা রাখে, তেমনই হিট পাম্প ঘরের ভেতরে বাতাস গরম করে। প্রধানত শীতপ্রধান দেশে এসির মধ্যে এই হিট পাম্প কাজ করে।
কীভাবে গরম হাওয়ার বদলে শীতল হাওয়া পাবেন এসি থেকে?
- হিট পাম্প যে দুই ভাবে কাজ করে তা বন্ধ করতে পারলেই গরমের বদলে ঠান্ডা হাওয়া পাবেন এসি থেকে।
- প্রথমত, এসির রিমোটে হিট মোড থাকে। যেটা অন রাখলে হিট পাম্প কাজ করতে শুরু করে। এই হিট মোড অফ করতে হবে।
আরও পড়ুন : কত স্কয়ার ফুটের ঘরে কত টন AC লাগাতে হয়?
- দ্বিতীয়ত, এসির তাপমাত্রা বাড়িয়ে দিলে ঘর গরম হয়ে যায়। যে সমস্ত এসিতে হিট মোড নেই সেখানে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া যেতে পারে।
- এসির তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখলে ঘর ঠান্ডা থাকবে।