e-EPIC Download : ২০২৪ এর লোকসভা নির্বাচন শিয়রে। ভোট প্রক্রিয়াতে অংশ নিতে প্রয়োজন ভোটার কার্ড (Voter Card)। তবে সব সময় ভোটার কার্ডের হার্ড কপি বয়ে বেড়ানোর প্রয়োজন নেই এই যুগে। নিজের সুবিধার জন্য হাতের কাছেই রাখতে পারেন e-EPIC বা ই-ভোটার কার্ড। আপনার স্মার্টফোনে DigiLocker -এর মধ্যে নিরাপদে রাখতে পারবেন ভোটার কার্ডের সফট কপি। কীভাবে? দেখুন স্টেপ বাই স্টেপ পদ্ধতি।
DigiLocker কী?
বর্তমান সময়ে ডিজিলকার অ্যাপ ডাউনলোড করে আপনি অনায়াসে তার মধ্যে আপনার জরুরী নথিপত্রের স্ক্যান করা পিডিএফ কপি রেখে দিতে পারেন। এটা অনেকটা অনলাইন লকারের মত। এখানে আপনার নথিপত্র নিরাপদে থাকবে। আবার প্রয়োজনের সময় আপনি স্মার্ট ফোন খুলে যখন খুশি নথি দেখাতে পারবেন। কারণ এই সফট কপি আইনি নথি হিসেবে গণ্য হয় এবং হার্ড প্রিন্টের মতই গ্রহণযোগ্য।
e-EPIC কী?
e-EPIC হল ভোটার কার্ডের অনলাইন কপি। আপনি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল থেকে ভোটার কার্ডের সফট কপি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের পর এই কপি মোবাইল ডিভাইসে সুরক্ষিত রাখতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে যখন খুশি আপনি এই সফট কপি ব্যবহার করতে পারেন। এছাড়া এই সফট কপি প্রিন্ট করিয়ে ল্যামিনেট করেও রাখতে পারেন। যা আসল কাগজের ভোটার কার্ডের মত গ্রহণযোগ্য হবে।
কীভাবে ডাউনলোড করবেন e-EPIC?
- https://voters.eci.gov.in/ পোর্টালে যান।
- e-EPIC Download ক্লিক করুন।
- নিজের মোবাইল নম্বর ব্যবহার করে লগইন করুন বা সাইনআপ করে নিন।
- আপনার e-EPIC নম্বর বা ভোটার আইডি নম্বর লিখুন।
- ভেরিফাই করার পর একটি OTP আসবে আপনার মোবাইল নম্বরে।
- এই ওটিপি লিখে দিলেই আপনার e-EPIC Download শুরু হবে।
আরও পড়ুন : ঘরে বসেই পাল্টে নিন ভোটার কার্ডের ছবি, সংশোধন করুন তথ্য, রইল স্টেপ বাই স্টেপ পদ্ধতি
DigiLocker -এ কীভাবে ইপিআইসি সংরক্ষণ করবেন?
- গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপেল প্লে স্টোর থেকে DigiLocker ডাউনলোড করুন।
- লগ ইন বা সাইন আপ করে নিন।
- অ্যাপের হোম পেজ খুলে DigiLocker Drive সার্চ করুন। বা মেনু অপশন থেকে DigiLocker Drive খুঁজে নিন।
- Documents অপশন ক্লিক করুন।
- New অপশন ক্লিক করুন।
- Upload Files অপশন ক্লিক করুন।
- আপনার e-EPIC পিডিএফ ফাইল বেছে নিন।
- e-EPIC DigiLocker -এ আপলোড হয়ে যাবে।
আরও পড়ুন : ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সবথেকে সহজ পদ্ধতি
কীভাবে ব্যবহার করবেন?
- এবার যখন আপনার প্রয়োজন হবে আপনি DigiLocker অ্যাপ খুলুন।
- Menu অপশন ক্লিক করুন।
- e-EPIC ফাইল খুলে নিন।