অ্যান্ড্রয়েড ফোনে সিম লক করবেন কীভাবে? জেনে নিন পদ্ধতি

বর্তমান সময়ে স্মার্টফোনই কার্যত সমস্ত ব্যক্তিগত তথ্যের ভান্ডার হয়ে উঠেছে। বেশিরভাগ জরুরী কাজকর্ম এখন স্মার্টফোনের মাধ্যমেই হয়। যদি কখনও স্মার্ট ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে চিন্তার শেষ থাকে না। স্মার্টফোন চুরি হয়ে গেলে সবার আগে যে কাজটা করতে হয় সেটা হল টেলিকম অপারেটরের সঙ্গে যোগাযোগ করে সিম কার্ড লক করা। কিন্তু এই কাজ আপনি চাইলে আগে থেকেও আপনার ডিভাইসে করে রাখতে পারবেন ভবিষ্যতে বিপদের হাত থেকে বাঁচতে।

কেন সিম কার্ড লক করবেন?

বর্তমানে অনলাইনে জালিয়াতির ঘটনা বাড়ছে। নিজেরা সচেতন না হলে বিপদে পড়বেন। বর্তমানে সিম ফিশিং এর ঘটনা বাড়ছে। ফোন নিয়ন্ত্রণ করতে এবং সিমকার্ডের অ্যাক্সেস পেতে এখন হ্যাকাররা সিম কার্ড ফিশিং বা সিম কার্ড সোয়াপিং করছে। সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাকাউন্ট থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে গ্রাহকের পরিচয় নিয়ে সিমকার্ডের জন্য আবেদন জানাচ্ছে।

ফোনে কীভাবে সিম কার্ড লক করবেন?

অ্যান্ড্রয়েড ফোনে সিম কার্ড লক করা এখন খুবই সহজ হয়ে গেল। সিম কার্ডের চুরি রুখতে আপনি আপনার ডিভাইসে সিম কার্ড লক করে রাখতে পারবেন। এর ফলে আনলক না করা পর্যন্ত কেউ ব্যবহার করতে পারবে না আপনার সিম। আপনি একটি পিনের মাধ্যমে সিম কার্ড লক করে রাখতে পারবেন। তারপর যখনই সিম কার্ড ফোনে অন করতে চাইবেন তখন এই পিনটা লিখতে হবে।

আরও পড়ুন : বন্ধ হয়ে যাবে ৫ বছরের পুরনো ফোন? জানুন সরকারের নতুন নিয়মে কী আছে

  • অ্যান্ড্রয়েড ফোনে সিম কার্ড লক করার জন্য Settings অ্যাপ খুলুন।
  • এরপর Security & Privacy অপশন নির্বাচন করুন।
  • তারপর Security নিরাপত্তা অপশন নির্বাচন করুন।
  • Sim Card Lock অপশন ক্লিক করুন।
  • Lock Sim Card ফ্লিপ করিয়ে নিন।
  • এক্ষেত্রে আপনাকে Deafult Pin লিখতে বলা হবে।
  • চালু হয়ে গেলে সিম পরিবর্তন করতে Change Sim Pin অপশন ক্লিক করুন।
  • আপনার পুরনো পিন লিখুন এবং তারপর নতুন পিন লিখুন। OK অপশনে ক্লিক করে দিন।

আরও পড়ুন : এক ট্রিকসেই সাধারণ অ্যান্ড্রয়েড ফোন হবে iphone, করুন ছোট্ট এই কাজ

এক্ষেত্রে মনে রাখবেন ৩ বার ভুল পিন লিখলে কিন্তু সিম ব্লক হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ফোনের ডিফল্ট সিম পিন ফোনের সঙ্গে থাকা প্যাকেজিংয়েই থাকে সাধারণত। নতুন সিম নেওয়ার সঙ্গে সঙ্গেই এই ডিফল্ট সিম পিন কোথাও লিখে রাখুন বা সেভ করে রাখুন। নয়তো ভুল পিন লিখলে সিম লক আউট হয়ে যাবে।