স্লিপারের টিকিট কেটে কীভাবে AC কোচে যাবেন? জেনে নিন নিয়ম

Riya Chatterjee

Published on:

How To Travel In AC Coach By Sleeper Ticket In Train

দূরপাল্লার যাত্রার ক্ষেত্রে যাতায়াতটা যাতে আরামের হয় তার জন্য স্লিপার বা এসি কোচের টিকিট কাটেন যাত্রীরা। স্লিপারের ভাড়া এসি কোচের তুলনায় কম। এসি টিকিট বুক করতে হলে স্বাভাবিকভাবেই বেশি টাকা খরচ করতে হবে। তবে জানেন কি আপনার কাছে স্লিপার কোচের টিকিট থাকলেও আপনি এসি কোচে যাতায়াতের সুবিধা পেতে পারেন? কীভাবে? জেনে নিন উপায়।

স্লিপার কোচের টিকিট কেটে কীভাবে এসি কোচে যাতায়াত করবেন?

ভারতীয় রেল সম্প্রতি যাত্রীদের সুবিধার্থে নতুন এক নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে স্লিপার কোচের টিকিট কেটেও এসি কোচে যাতায়াতের সুবিধা পেতে পারেন। তবে তার জন্য টিকিট বুক করার সময়ই করতে হবে ছোট্ট একটি কাজ। টিকিট বুক করার সময় যাত্রীদের অবশ্যই আপগ্রেডেশন অন রাখতে হবে।

অনেক সময় এসি কোচের টিকিট চেয়েও টিকিট না মেলার কারণে যাত্রীদের স্লিপার কোচে যাতায়াত করতে হয়। টিকিট বুকিংয়ের সময় এসি কোচের সব সিট বুক থাকতে পারে। তবে ট্রেন ছাড়ার সময় অনেক সময় দেখা যায় এসি কোচের বেশ কিছু সিট খালি যাচ্ছে। অটো আপগ্রেডেশন অন করা থাকলে স্লিপার কোচের যাত্রীরা সেইসব খালি সিটের সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন : লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই কাটুন ট্রেনের টিকিট, জেনে নিন পদ্ধতি

রেলের নিয়ম অনুসারে আপার ক্লাসের কোনও সিট বা বার্থ ফাঁকা থাকলে যাত্রীদের সিট আপগ্রেড হয়ে যাবে। যেভাবে বিমানের ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে টিকিট আপগ্রেড হয়ে যায় ট্রেনেও সেই ব্যবস্থা চালু হয়েছে। সবথেকে বড় সুবিধা হল এই আপগ্রেডেশনের জন্য অতিরিক্ত কোনও মূল্য যাত্রীদের দিতে হবে না।

আরও পড়ুন : ট্রেনের এসি কামরায় তাপমাত্রা কত থাকে? ৯৯% মানুষ জানেন না

কীভাবে টিকিট আপগ্রেড করবেন?

ট্রেনের টিকিট বুক করার সময় অটো আপগ্রেডেশন অপশনটি অন করে রাখুন। তাহলে আপার ক্লাসের টিকিট আপগ্রেড হলেই আপনি সেই সুবিধা পেতে পারেন। টিকিট আপগ্রেড হলে রেলের তরফ থেকে সেই সংক্রান্ত কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন আপনি।