লাইনে দাঁড়ানোর দিন শেষ! বাড়িতে বসেই কাটুন ট্রেনের টিকিট, জেনে নিন পদ্ধতি

Riya Chatterjee

Published on:

UTS App Providing General And Platform Ticket Booking Option

এবার ট্রেন যাত্রীদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল। টিকিট কাটার জন্য এবার আর হয়রান হতে হবে না। জেনারেল হোক কিংবা প্ল্যাটফর্মে টিকিট, ঘরে বসেই কেটে নিতে পারবেন এবার। যাত্রীরা যেকোনও স্টেশনের জন্য অসংরক্ষিত টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন অনলাইনে। কীভাবে? জেনে নিন পদ্ধতি।।

ভারতীয় রেল অ্যাপ্লিকেশন মারফত অনলাইনে টিকিট কাটার পরিষেবা দিচ্ছে। বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে এই পরিষেবা। মোবাইল অ্যাপে UTS এর মাধ্যমে ট্রেন যাত্রার টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট কাটার জন্য বাইরের সীমা জিও ফেন্সিং দূরত্বের উপর যে সীমাবদ্ধতা ছিল তা বাতিল করে দেওয়া হয়েছে। যার ফলে এবার যে কোনও স্টেশনের জন্য অনলাইনে টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

নতুন নিয়ম অনুসারে জিও ফেন্সিংয়ের আভ্যন্তরীণ সীমা অপরিবর্তিত থাকবে। আপনি রেল স্টেশনের কাছাকাছি থাকলে স্টেশন চত্বরে বাইরে থেকে টিকিট বুক করতে পারবেন। UTS মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে গেলে আগে সীমাবদ্ধতা ছিল ২০ কিলোমিটার। অর্থাৎ কোনও ব্যক্তি ২০ কিলোমিটারের মধ্যে স্টেশনের টিকিট কেটে যাত্রা করতে পারতেন। সেই নিষেধাজ্ঞা এবার তুলে নেওয়া হল।

আরও পড়ুন : ওয়েটিং লিস্টের দিন শেষ! ট্রেনের টিকিট বুকিংয়ে আসছে নতুন ব্যবস্থা

এবার থেকে যাত্রীরা ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোনও দূরত্বের স্টেশনের জন্য জেনারেল টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। পূর্ব মধ্যে রেলওয়ে সিপিআরও বীরেন্দ্র কুমার আরও জানিয়েছেন, এরপর থেকে যাত্রীদের অসংরক্ষিত টিকিট কাটার জন্য আর লাইনে দাঁড়াতে হবে না দীর্ঘক্ষণ।

আরও পড়ুন : বদলে গেল ট্রেনের টিকিট ক্যানসেলের চার্জ! এবার থেকে দিতে হবে এত টাকা

কীভাবে টিকিট বুক করবেন?

এর জন্য সর্বপ্রথম মোবাইলে UTS অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তারপর এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই আপনি ঘরে বসে টিকিট বুক করতে পারবেন। অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করার আরেকটি সুবিধা হল এক্ষেত্রে আপনাকে খুচরো টাকা নিয়ে সমস্যায় পড়তে হবে না। টিকিট কাটার সময় আপনি খুচরো টাকা অনায়াসেই ফেরত পেয়ে যাবেন। আবার সেই সঙ্গে ভাড়ার উপর ৩ শতাংশ ছাড় পাবেন।