সোনা বিক্রি করতে কত TAX দিতে হয়? জানুন আসল নিয়ম 

Riya Chatterjee

Published on:

Income Tax 54 F Section Details On Gold Tax Know Details

শুধু অলংকার হিসেবে নয়, বিনিয়োগ যারা করেন তারা সোনাকেও একটি বিনিয়োগের মাধ্যম হিসেবে দেখেন। আর হবে নাই বা কেন? বিগত কয়েক বছরে সোনার দাম যে বেশ কয়েকশো শতাংশ বেড়েছে। বর্তমান যা বাজার তাতে লাফিয়ে লাফিয়ে আরও বাড়বে এই দাম। যাদের কাছে সোনা রয়েছে এবং যারা বিক্রি করতে চান তারা জেনে নিন কীভাবে সোনা বিক্রি করলে আয়করের মূলধন লাভ কর এড়াতে পারবেন।

আয়কর আইনের ৫৪ এফ ধারা

কেনা সোনার গয়না হোক বা উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্ত সোনার গয়না বিক্রি করতে গেলে মূলধন লাভ কর দিতে হয়। তবে আয়করের একটি বিশেষ আইন মেনে সোনা বিক্রি করলে এই কর এড়ানো যেতে পারে। এক্ষেত্রে আয়কর আইনের ৫৪ এফ ধারা মেনে চলতে হবে। জানুন কী এই আইন?

আরও পড়ুন : জমা হয়নি Income Tax, ১.৫ কোটি মানুষের উপর কড়া পদক্ষেপ নেবে আয়কর দপ্তর

আয়কর আইনের ৫৪ এফ ধারায় কী বলা আছে?

আয়কর আইনের ৫৪ এফ ধারা বলছে যদি কোনও ব্যক্তি তার কাছে থাকা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দিয়ে বাড়ি কেনেন বা বাড়ি বানাতে সমস্ত টাকা খরচ করেন তাহলে তিনি কর ছাড় পেতে পারেন। এক্ষেত্রে স্টক, বন্ড, সোনা বা গয়না বিক্রি করে সেই টাকা বাড়ি কেনার জন্য বা বানানোর জন্য খরচ করলে মূলধন লাভ কর এড়ানো যাবে।

আরও পড়ুন : পুরনো ট্যাক্স নাকি নতুন ট্যাক্স, আপনার জন্য কোনটা ভালো?

সোনা বিক্রির ক্ষেত্রে আয়করের কী কী নিয়ম আছে?

যদি কোনও ব্যক্তি ৩ বছরের বেশি সময় পর সোনা বিক্রি করেন তাহলে তাকে ২০ শতাংশ দীর্ঘমেয়াদি মূলধন লাভ কর দিতে হয়। যদি ৩ বছরের কম সময়ের মধ্যে সোনা বিক্রি করেন তাহলে আয়কর স্ল্যাব অনুসারে স্বল্পমেয়াদী মূলধন লাভ কর দিতে হয়।