পুরনো ট্যাক্স নাকি নতুন ট্যাক্স, আপনার জন্য কোনটা ভালো?

Riya Chatterjee

Published on:

New And Old Tax Regime Benifits Know Details

২০২৪-২৫ অর্থবছর থেকে শুরু হয়েছে নতুন কর ব্যবস্থা। বর্তমানে ভারতবর্ষে ২ টি করে কাঠামোর প্রচলন রয়েছে। নতুন এবং পুরনো, দুটি কর কাঠামোর মধ্যে যেকোনওটি বেছে নেওয়া যেতে পারে আপাতত। তবে চাকরিজীবীদের জন্য কোন করকাঠামো সুবিধাজনক? কোনটা আপনার জন্য ভালো হবে? জেনে নিন।

ভারতবর্ষের নতুন কর কাঠামো

নতুন কর কাঠামো সিস্টেমটি বর্তমানে ডিফল্ট অবস্থায় রয়েছে। অর্থাৎ যদি কেউ পুরনো ট্যাক্স সিস্টেম বেছে না নেন তাহলে স্বয়ংক্রিয়ভাবেই তিনি নতুন ট্যাক্স সিস্টেমের আওতায় চলে আসবেন। নতুন কর কাঠামোতে কর ছাড়ের সুবিধা পুরনো কর কাঠামোর মত নয়। এটাই এই দুই কর কাঠামোর মধ্যে সবথেকে বড় পার্থক্য।

নতুন নাকি পুরনো, কোন কর কাঠামো বেশি সুবিধাজনক?

পুরনো কর ব্যবস্থায় ৮০ সি, ৮০ ডি এবং ৮০ টিটিএ ধারায় কর ছাড়ের সুবিধা পাওয়া যায়। কিন্তু নতুন কর কাঠামোতে সেই সুবিধা নেই। নতুন কর কাঠামোয় আয়করকে কয়েকটি স্ল্যাবে ভাগ করা হয়েছে। এতে ৫০,০০০ টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাওয়া যায়।

নতুন কর কাঠামোর সুবিধাগুলো কী কী?

  • ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক উপার্জন করমুক্ত।
  • ৩ থেকে ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়করের উপর ৫ শতাংশ কর ছাড় পাওয়া যাবে।
  • ৬ থেকে ৯ লক্ষ টাকা বার্ষিক আয়ের উপর ১০% কর দিতে হবে।
  • ৯ থেকে ১২ লক্ষ টাকার আয়ের উপর ১৫ শতাংশ কর দিতে হবে।
  • ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ের উপর ২০% কর দিতে হবে।
  • ১৫ লক্ষ টাকার উপরে আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ ট্যাক্স দিতে হবে।

আরও পড়ুন : ট্যাক্স না দিয়েও হবে লাখ লাখ টাকার সেভিংস! টাকা রাখুন এইভাবে

পুরনো কর ব্যবস্থার সুবিধাগুলো কী কী?

  • ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর নেই।
  • ২.৫ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ৫% ছাড় পাওয়া যাবে।
  • ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয়ের উপর ২০ শতাংশ ছাড় পাওয়া যায়।
  • ১০ লক্ষ টাকা আয়ের উপর ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন : জমা হয়নি Income Tax, ১.৫ কোটি মানুষের উপর কড়া পদক্ষেপ নেবে আয়কর দপ্তর

চাকরিজীবীদের জন্য কোন কর কাঠামো সুবিধাজনক?

নতুন এবং পুরনো, উভয় কর কাঠামোর আলাদা আলাদা সুবিধা রয়েছে। পুরনো কর কাঠামো বেছে নিলে কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে। তবে যদি আপনি ডিডাকশনের সুবিধাবাদ নিতে চান তাহলে নতুন কর কাঠামোই ভালো হবে।