ট্রেনে মোবাইল-ল্যাপটপ চার্জ দেওয়া নিয়ে কড়া আইন রেলের, না মানলেই হবে জেল

Indian Railways : বর্তমান সময়ে কাজের যা চাপ তাতে ট্রেনে যাতায়াত করার সময়ও হাতের কাছে রাখতে হয় মোবাইল (Mobile Phone) এবং ল্যাপটপ (Laptop)। স্বাভাবিকভাবেই দীর্ঘযাত্রার সময় মোবাইল এবং ল্যাপটপের চার্জ কম হয়ে যায় তাই ট্রেনে থাকা চারজিং পয়েন্টে ল্যাপটপ বা মোবাইল চার্জে বসান যাত্রীরা। কিন্তু ট্রেনে থাকা চারজিং পয়েন্ট ব্যবহার করলেও এটি ব্যবহার করার সঠিক নিয়ম জানেন না অনেকেই। এই নিয়মগুলি না জানলে অদূর ভবিষ্যতে আপনাকেই পড়তে হবে বিপদে। জানুন কখন, কীভাবে, কতক্ষণ ট্রেনের চার্জার পয়েন্টে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ চার্জ করতে পারবেন।

ল্যাপটপ বা মোবাইল চার্জের নিয়ম জানেন না অনেকেই

প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করছে ভারতীয় রেলের মাধ্যমে। তবে এই পরিবহন ব্যবস্থাকে শুধুমাত্র ব্যবহার করলেই হবে না, জানতে হবে রেল পরিষেবা সংক্রান্ত জারি হওয়া নিয়মগুলিও। মানুষের সুবিধার্থে প্রতিনিয়ত রেলের নিয়ম পাল্টাতে থাকে। অনেক যাত্রী রয়েছেন যারা ট্রেনে করে যাতায়াত করলেও এই নিয়ম সম্পর্কে বিন্দুমাত্র অবগত নন। তেমনই একটি নিয়ম জারি করা হয়েছে ট্রেনে ল্যাপটপ বা মোবাইল চার্জের ক্ষেত্রে।

রাতের এই সময়ে চার্জ করা যাবে না মোবাইল বা ল্যাপটপ

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনের যাত্রীরা রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত ট্রেনে নিজেদের স্মার্ট ফোন বা ল্যাপটপ চার্জ দিতে পারবেন না। অনেকেই আছেন, যারা রাতে ফোন বা ল্যাপটপ চার্জে রেখে ভুলে যান বা ঘুমিয়ে পড়েন। এমন পরিস্থিতিতে বড়সড় বিপদ ঘটতে পারে বা শর্ট সার্কিটও হতে পারে। এই সমস্ত দুর্ঘটনা এড়ানোর জন্যই এই নিয়ম জারি করেছিল রেল।

এই নিয়ম একেবারে যে নতুন, তা কিন্তু নয়। ২০১৪ সালে এই নিয়ম জারি করেছিল রেল। যদিও প্রায়শই এই বিষয়ে নির্দেশ জারি করে রেল কিন্তু তথ্যের অভাবে যাত্রীরা এই নিয়ম সম্পর্কে অবগত থাকেন না। ২০২১ সালে প্রতিটি জোনের জন্য ফের এই নিয়ম জারি করেছিল রেল কর্তৃপক্ষ। সবশেষে গতবছর অর্থাৎ ২০২৩ সালে রাতে ট্রেনে মোবাইল এবং ল্যাপটপ চার্জ দেওয়ার বিষয়টি নিষিদ্ধ করে দিয়েছে রেল।

আরও পড়ুন : মাত্র ২০ টাকাতেই ভরপেট খাবার! IRCTC এর নতুন ফুড চার্টের মেনু দেখলে জিভে আসবে জল

কেন রাতে ল্যাপটপ-মোবাইল চার্জে দেওয়া যায় না?

ট্রেনে মোবাইল চার্জ দেওয়া গেলেও ল্যাপটপ চার্জ দেওয়া একেবারেই ঠিক নয়। একদিকে যেমন কম ভোল্টেজের কারনে ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে আবার অন্যদিকে ট্রেনে হাই ভোল্টেজের ইলেকট্রিক পণ্য চার্জ দিলে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা থেকে যায়। বুঝতেই পারছেন, ট্রেনে আগুন লাগলে ব্যাপারটা কতটা ভয়ানক হতে পারে। এই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখেই রাতের একটি নির্দিষ্ট সময়ে ট্রেনে ল্যাপটপ বা মোবাইল চার্জ দেওয়া্র বিষয়টিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ট্রেনে বিপদে পড়লেই ফোন করুন এই নম্বরে! ২ মিনিটেই হবে সমস্যার সমাধান

কী শাস্তি হতে পারে?

রেলওয়ের ১৪৭ টি আইনে নিষিদ্ধ এলাকায় অনুমোদন ছাড়া প্রবেশ করার মামলা নথিভুক্ত রয়েছে। ওই একই ধারায় বলা রয়েছে, ট্রেনে কোনও জিনিস নিয়ম বহির্ভূতভাবে ব্যবহার করলে হতে পারে ১০০০ টাকা জরিমানা অথবা ছয় মাসের কারাদণ্ড। অনেক সময় উভয় দন্ডেও দণ্ডিত করা হতে পারে অপরাধীকে।