LIC Investment Plus Plan Fixed Deposit Double Scheme : আগে পোস্ট অফিসে (Post Office) টাকা রাখলে ৫ বছরেই টাকা দিগুণ হত। তবে নতুন নিয়ম অনুসারে সময়ের মেয়াদ দ্বিগুণ বেড়েছে। এখন পোস্ট অফিসে বিনিয়োগ করা টাকা ডাবল হতে সময় লাগে ১১৫ মাস অর্থাৎ প্রায় ১০ বছর। তবে চাইলে এখনও আপনি ৫ বছরে টাকা ডবল করতে পারেন। সেক্ষেত্রে বিনিয়োগের (Investment) সব থেকে সেরা অপশন দিচ্ছে LIC ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান (LIC Investment Plus Plan)। জানুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত।
LIC Investment Plus Plan Fixed Deposit Double Scheme কী?
এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান ইউলিপ, নন পার্টিসিপেন্ট, একক প্রিমিয়াম জীবন বিমা প্রকল্প। এই প্রকল্পে বিনিয়োগ করলে একবার পেমেন্টের পর পলিসির মেয়াদের শেষে বিমাসহ বিনিয়োগ কভার পাবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আপনি এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যান কিনতে পারবেন।
LIC ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানের সুবিধা
১৫ শতাংশ NAV বৃদ্ধির হার
এটি একটি একক প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ আপনি যত টাকা বিনিয়োগ করতে চান সেই পুরো টাকাটা একবারেই বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি আছে। ঝুঁকি নিতে পারলে ১৫ শতাংশ NAV বৃদ্ধির ভিত্তিতে ৫ বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে। আর যদি আপনি ঝুঁকি কম নিতে চান তাহলে রিটার্নও কম পাবেন।
বিমা কভারেজের সুবিধা
এছাড়াও এই স্কিমে বিনিয়োগ করলে আপনি বাড়তি বিমা কভার পাবেন। জীবন বিমা এবং দুর্ঘটনা বিমা কভার পাওয়া যায় এলআইসি ইনভেস্টমেন্ট প্লাস প্ল্যানে। বিমা কভারের টাকা নির্ভর করে বিনিয়োগের পরিমাণের উপর। বিনিয়োগ যত বেশি হবে বিমা কভারও তত বেশি পাবেন।
ধরুন কেউ এলআইসি ইনভেসমেন্ট প্লাস প্ল্যানে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলেন। তাহলে তিনি দুর্ঘটনা কভারেজ বাবদ ৩ লক্ষ ৭৫ হাজার টাকা পাবেন।
ডেথ বেনিফিটের সুবিধা
ঝুঁকি হওয়ার আগেই যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে তার মনোনীত ব্যক্তি শুধু ইউনিট তহবিলের টাকা পাবেন। আর যদি ঝুঁকি শুরু হওয়ার পর বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে বিমার টাকা ও ইউনিট তহবিল দুটোই পাবেন।
আরও পড়ুন : LIC -র সেরা ৫টি প্ল্যান, ভবিষ্যতের চিন্তা দূর করতে এখুনি দেখুন
ম্যাচিউরিটির সুবিধা
বিনিয়োগকারী যদি লাইফ অ্যাসিউরড ম্যাচিউরিটির তারিখ পর্যন্ত বেঁচে থাকেন তাহলে লাইফ অ্যাসিউরড ম্যাচিউরিটি বেনিফিট হিসেবে ইউনিট ফান্ড ভ্যালুর সমান টাকা পাবেন।
আরও পড়ুন : আজীবন আয়ের গ্যারান্টি! নতুন ধামাকা পলিসি নিয়ে হাজির LIC, এইভাবে করুন বিনিয়োগ
পলিসি সারেন্ডারের নিয়ম
বিনিয়োগকারী চাইলে পলিসি সারেন্ডার করে নিতে পারেন। ৫ বছরের প্ল্যান সারেন্ডার করলে ডিসকাউন্ট চার্জ কেটে ইউনিট ফান্ডের টাকা ফেরত দেওয়া হয়। লক ইন পিরিয়ড অর্থাৎ ৫ বছর শেষে পলিসি সারেন্ডার করলে পুরো ইউনিট ফান্ড ভ্যালু ফেরত পাওয়া যায়।