লোকসভায় কত আসন পাবে তৃণমূল? কত আসনে জিতবে বিজেপি?

Lok Sabha Election 2024 : বেজে উঠেছে যুদ্ধের দামামা। কয়েক দিনের মধ্যেই জানা যাবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিনক্ষণ। শাসক এবং বিরোধীদল ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে লড়াইয়ের মাঠে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই ম্যাট্রিড এনসি একটি সমীক্ষা চালিয়েছে, যা থেকে জানা গেছে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল (Trinomool) এবং বিজেপির (BJP) অবস্থান কোথায়।

নির্বাচনের আগে বিজেপির পদক্ষেপ

গত ২২শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের আগে রেল পরিষেবাকেও হাতিয়ার করে এগোতে চাইছে কেন্দ্র। অন্তর্বর্তী বাজেটে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ থেকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া, এই সমস্ত ঘোষণা করা হয়েছে লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে।

লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের পদক্ষেপ

কেন্দ্রের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অন্তবর্তী বাজেটে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ DA বাড়ানোর ঘোষণা করেছেন। এছাড়া ‘সমুদ্র সাথী’ নামে একটি নতুন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থের পরিমাণ দ্বিগুণ করে রাজ্যের একটি ব্যাপক অংশের মানুষের মন জয় করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সমীক্ষায় কী জানা গেল?

চলতি বছরে বাংলায় তৃণমূল এবং বিজেপি কত আসন পাবে তা নিয়ে ম্যাট্রিড এনসি একটি সমীক্ষা চালিয়েছে সম্প্রতি। যদিও এই সমীক্ষা চালানো হয়েছে পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেটের আগে। অন্তর্বর্তী বাজেটের আগে এই সমীক্ষার চালানোর ফলে এই সমীক্ষার ফলাফলের কিছুটা হেরফের হতে পারে আগামী দিনে।

আরও পড়ুন : বিজেপিতেও টিকবেন না, আবার কবে পাল্টি খাবেন নীতিশ কুমার? ভবিষ্যৎ বলে দিলেন প্রশান্ত কিশোর

তৃণমূল কত  আসন পাবে?

এই সমীক্ষায় দেখা যাচ্ছে, এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে বাংলায় ৪২ টি আসনের মধ্যে তৃণমূল পাবেন ২৬ টি আসন। গত লোকসভা নির্বাচনের তুলনায় তৃণমূলের আসন বৃদ্ধি পাবে অনেকটাই। অন্যদিকে পশ্চিমবঙ্গে ৪২ টি আসনের মধ্যে মাত্র ১৫ টি আসন পাবে বিজেপি। গত বছরের তুলনায় কিছুটা আসন কমবে বিজেপির। এছাড়াও কংগ্রেস এবং বাম যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করলে তারা একটি আসন পেতে পারেন।

আরও পড়ুন : ২০২৪ লোকসভা ভোটে জিতবে কে? কে হবেন প্রধানমন্ত্রী? ভবিষ্যৎবাণী করলেন প্রশান্ত কিশোর

বিজেপি কত আসন পাবে?

কে কত শতাংশ ভোট পাবে, যদি এইভাবে সমীক্ষা করা হয় তাহলে বোঝা যাবে তৃণমূল পাবে ৪২.৬ শতাংশ ভোট, বিজেপি পাবে ৪১.০৫ শতাংশ ভোট। বোঝাই যাচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তৃণমূল এবং বিজেপি ছাড়া বাম ও কংগ্রেস পাবে ১১.৯% ভোট। অন্যরা পাবে ৪ শতাংশ ভোট।