হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রা! কোথায় কোথায় বৃষ্টি আজ? রইল আজকের আবহাওয়ার খবর

Riya Chatterjee

Published on:

South Bengal Weather News Today On Friday 9th February Ajker Abohaoar Khobor

South Bengal : দিনের বেলার দিকে গরমের অনুভূতি, আর রাতের দিকে উত্তর-পশ্চিম হাওয়ার দাপটে কমছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়া টের পাচ্ছেন রাজ্যবাসী। আজ ৯ই ফেব্রুয়ারি শুক্রবার, নতুন করে কলকাতার তাপমাত্রা কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আবহাওয়া কেমন থাকবে? দেখুন।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

দক্ষিণবঙ্গে আজ কোনও জেলাতেই বৃষ্টি হবে না। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে জেলায় জেলায়। শুক্রবার এবং শনিবার রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আজ দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তুষারপাতের সম্ভাবনা আছে। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। আগামী তিন দিন তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তিনদিন পর আবার তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। কেবল কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলোতে।

আরও পড়ুন : ১২ জেলায় তুমুল দুর্যোগ আজ! সরস্বতীপূজোয় কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট

কবে বিদায় নেবে শীত?

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে রাজ্যে এবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগামী তিন দিনের পশ্চিমবঙ্গের কোন জেলাতেই রাতের তাপমাত্রা পরিবর্তন হবে না। পরবর্তী দুদিন বিভিন্ন জেলায় রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে বিরাট পরিবর্তন আবহাওয়াতে! কোথায় কোথায় বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট

সরস্বতী পুজোতে কেমন থাকবে আবহাওয়া?

প্রত্যেকবারের মত এবারেও সরস্বতী পুজোতে বৃষ্টির আশঙ্কা করছেন রাজ্যবাসী। তবে আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক রিপোর্ট অনুসারে এই বছরের সরস্বতী পূজাতে আকাশ রোদ ঝলমলে থাকবে। তবে বিস্তারিত রিপোর্ট এখনও আসেনি।