লটারিতে ১ কোটি টাকা জিতলে কত টাকা হাতে পাওয়া যায়? ট্যাক্স কত কাটে?

Riya Chatterjee

Published on:

Lottery Taxation Rules In India

লটারি কার্যত এই পৃথিবীর বহু মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। কেউ সারা জীবন লটারি কেটে নিজের প্রচুর অর্থ নষ্ট করেছেন। কেউ আবার এই লটারি থেকেই কোটি কোটি টাকা জিতেছেন। বর্তমানে হাজার, লাখ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত বিভিন্ন লটারিতে জেতা যায়। তবে জেতা অর্থের সম্পূর্ণটা অবশ্য লটারি যিনি কেটেছেন তিনি হাতে পান না। লটারিতে ১ কোটি টাকা জিতলে কত টাকা হাতে পাবেন? বুঝে নিন হিসেব।

লটারি জিতলে কত শতাংশ কর দিতে হয়?

লটারিতে যে অঙ্কের অর্থের কথা উল্লেখ থাকে সেই টাকা জিতলে তার থেকে কিছু অংশ কর বাবদ লটারি প্রাপককে ছেড়ে দিতে হয় সরকারকে। ১৯৬১ সালের আয়কর আইন অনুসারে যে ব্যক্তি লটারি জিতবেন তাকে একটা মোটা অংকের টাকা কর বাবদ সরকারকে পাঠাতে হবে। ১৯৬১ সালের ১৯৪ বি ধারা অনুসারে এক্ষেত্রে করের হার ৩০%।

১০ হাজার টাকার বেশি পুরস্কার জিতলে সেই ব্যক্তিকে অর্জিত অর্থের উপর ৩০ শতাংশ টিডিএস দিতে হবে। এর সঙ্গে আবার অতিরিক্ত সারচার্জ এবং সেস যুক্ত হবে। অর্থাৎ সবমিলিয়ে তাকে ৩১.২ শতাংশ কর দিতে হবে। অর্থাৎ ১ কোটি টাকা জিতলে ওই ব্যক্তি ৭০ লক্ষের আশেপাশে টাকা হাতে পাবেন কর বাদ দিয়ে।

মাঝেমধ্যেই বিভিন্ন মানুষের লটারি জেতার খবর উঠে আসে প্রকাশ্যে। দিন আনা দিন খাওয়া বহু মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় লটারি কাটেন। এদের মধ্যে বেশিরভাগেরই কপালে পুরস্কার ওঠে না। তবে যারা পুরস্কার জেতেন তাদের ভাগ্য খুলে যায়। লটারি জেতার গোপন কৌশল সম্পর্কেও আগ্রহী মানুষ। লটারি জেতার কোনও গোপন কৌশল হয় কি?

আরও পড়ুন : পুরনো নোট বিক্রি করে লাখ টাকা কামান, জেনে নিন RBI -এর নতুন নিয়ম

ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড স্টুয়ার্ট এবং ডেভিড কাসিং লটারি নিয়ে গবেষণা চালিয়েছিলেন বেশ কয়েক বছর। তারা দাবি করেন সাড়ে চার কোটি লটারির মধ্যে ২৭ টি টিকিট কাটলেই লটারি জেতা নিশ্চিত হয়ে যায়। লটারিতে ছয়টি আলাদা আলাদা নম্বর থাকে। ১ থেকে ৫৯ এর মধ্যে যেকোনও ছয়টি নম্বর বেছে নিতে হয়।

আরও পড়ুন : এইভাবে কাটুন লটারির টিকিট, বেড়ে যাবে লটারি জেতার চান্স

পুরস্কার জেতার সময় এই ছয়টির মধ্যে অন্তত ২ টি নম্বর মিলতে হবে। ২৭ টি টিকিটের মধ্যে একটা সংখ্যা মিলিয়ে গেলেই লটারি জেতার সম্ভাবনা ১০০% হয়ে যায় বলে দাবি করছেন ওই বিশেষজ্ঞরা। এক্ষেত্রে ফাইনাইট জিওমেট্রি নীতির কথা উল্লেখ করেছেন তারা। প্রত্যেকটি সেটের সঙ্গে ৬ সংখ্যার লটারি নম্বরের কোনও না কোনও মিল থাকে। ২৭ টা টিকিটের মধ্যে একটা নম্বর মিলবেই। এভাবেই অংকের সূত্র মেনে লটারি কাটলে পুরস্কার জিতে নেওয়া যায়।