Most Demanding Job : AI -এর হাত ধরে শিক্ষা, স্বাস্থ্য, চাকরির বাজারে ব্যাপক পরিবর্তন আসতে চলেছে আগামী দিনে। সব থেকে বেশি এর প্রভাব পড়বে চাকরির জগতে। তার জন্য প্রয়োজন যোগ্যতা এবং দক্ষতা। ২০২৪ সালে সব থেকে বেশি চাহিদা সম্পন্ন চাকরি (Most Demanding Jobs In 2024) কোনগুলো যেখানে মিলবে মোটা অংকের বেতন? আপনিও যদি চাকরি প্রার্থী হন তাহলে ঝটপট দেখুন এই তালিকা।
২০২৪ সালে ভারতে সর্বাধিক চাহিদা সম্পন্ন চাকরি কোনগুলো?
ডিজিটাল মার্কেটিং
Digital Marketing : ডিজিটাল মার্কেটিং এর ব্যবহার ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে এখানে নতুন নতুন কর্মসংস্থানও তৈরি হচ্ছে। SEO, PPC, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্সের কাজে যারা দক্ষ চাকরির বাজারে তাদের চাহিদা বাড়বে। ভারতে সাধারণত মাসে ৩৭ হাজার টাকা থেকে ২ লাখ বা তারও বেশি বেতন হয় ডিজিটাল মার্কেটারদের।
সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট
Social Media Specialist : সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট যারা SEO, PPC, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ডেটা অ্যানালিটিক্সের কাজে দক্ষ তাদের জন্যও কর্মসংস্থানের ভালো সুযোগ রয়েছে। বছরে ৪ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত উপার্জন হয় তাদের।
ডেটা সায়েন্টিস্ট
Data Science : যারা ডেটা সায়েন্স বিশেষজ্ঞ তাদের জন্য চাকরির বাজারে অনেক সুযোগ রয়েছে। স্মার্ট এবং দক্ষ ব্যক্তিদের চাহিদা থাকবে এই সমস্ত চাকরিতে। সাধারণত এদের বেতন বছরে ৫-২২ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে।
মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার
Machine Learning Engineers : মেশিন এবং AI এর দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের চাহিদা আগামীদিনে আরও বাড়বে। বছরে ১০-৩০ লক্ষ টাকার আশেপাশে বেতন হয়।
ক্লাউড কম্পিউটিং
Cloud Computing : ক্লাউড নিরাপত্তা, DevOps এর কাজে যারা বিশেষজ্ঞ তাদের বেশ চাহিদা থাকবে চাকরির বাজারে। AWS, Azure, Google Cloud Platform, এবং Kubernetes এর মত কাজে দক্ষতা থাকলে ভালো বেতনের চাকরি পাওয়া যাবে। এদের বেতন বছরে ১২ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে হয়।
স্বাস্থ্য বিভাগ
Medical Sector : স্বাস্থ্য বিভাগের মধ্যে ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট, প্যারামেডিকেল স্টাফদের চাহিদা বরাবরই চাকরির বাজারে থাকে। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এই বছর চাকরির চাহিদা আরও বাড়বে।
শিক্ষা বিভাগ
Educational Sector : শিক্ষা বিভাগে শিক্ষক, প্রশিক্ষক এবং শিক্ষাবিদদের চাহিদাও থাকবে। ২০২৪ সালে অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষক-শিক্ষিকাদের চাহিদা বাড়বে।
স্টার্ট আপ
Start Up : যারা নিজেরাই নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই বছরটা ভালো। ২০২৪ সালে স্টার্ট আপ উদ্যোক্তাদের সংখ্যা বাড়বে। যারা সৃজনশীল, নেতৃত্বদান এবং সমস্যা সমাধানের কাজে দক্ষ, তাদের জন্য দুর্দান্ত সুযোগ থাকছে।
ইঞ্জিনিয়ারিং
Engineer : দক্ষ সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়বে। ভারতে যেহেতু পরিকাঠামোর উন্নয়ন হচ্ছে এবং আগামী দিনে আরও হবে, তাই ইঞ্জিনিয়ারদের বেশ চাহিদা থাকবে।
আরও পড়ুন : পুরনো নোট বিক্রি করে লাখ টাকা কামান, জেনে নিন RBI -এর নতুন নিয়ম
ব্যাঙ্কিং
Banking : ব্যাঙ্কিং সেক্টরগুলোতে ডেটা অ্যানালিটিক্স, ব্লক চেইন, AI তে দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্বের চাহিদা বাড়বে।
আরও পড়ুন : ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কীভাবে কোটিপতি হওয়া যায়? জেনে নিন ট্রিক্স
কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণ
Agriculture : কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণের কাজে দক্ষ ব্যক্তিদের চাহিদা বরাবরই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই বছর কৃষিকাজে আধুনিকীকরণ এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে ভারত সরকার। আগামী দিনে কৃষি ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে।