গোটা দেশজুড়ে রেল পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে কেন্দ্র সরকার। নিত্যদিন নতুন নতুন রুটে নতুন নতুন ট্রেন চালু হচ্ছে। এবার বাংলা থেকে একটি দিল্লিগামী ট্রেন চালু হয়ে গেল। যার ফলে এবার পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে পৌঁছানো যাবে আরও সহজে। ১৫ ই এপ্রিল থেকে চালু হয়ে গেল বালুরঘাট-দিল্লিগামী নতুন ফারাক্কা এক্সপ্রেস।
২০২৪ সালের লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক আগে ১৬ই মার্চ এই নতুন ট্রেনের কথা ঘোষণা করা হয়েছিল। মাঝে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার কারণে ট্রেন চালু করতে কিছু সমস্যার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে নির্বাচন কমিশনের গ্রীন সিগন্যাল পেয়ে ভারতীয় রেল এই নতুন ট্রেন উদ্বোধন করলো।
বালুরঘাট-দিল্লিগামী নতুন ফারাক্কা এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাট থেকে দিল্লি হয়ে ভাটিণ্ডা পর্যন্ত যাবে। ১৩৪৮৩ নম্বর ট্রেন প্রতিদিন বিকেল ৫.০০ টার সময় বালুরঘাট রেল স্টেশন থেকে ছাড়বে। ১৩৪৮৪ ভাটিণ্ডা থেকে বালুরঘাটগামী ট্রেন প্রতিদিন বিকেল ৪.২৫ মিনিটে ভাটিণ্ডা থেকে বালুরঘাটের দিকে রওনা দেবে।
আরও পড়ুন : কোন রুটে চলবে সামার স্পেশাল Vande Bharat Express, দেখুন রুট ও টাইম টেবিল
এই দুই ট্রেনের মধ্যে একটি সপ্তাহে ৪ দিন ও অপরটি সপ্তাহে ৩ দিন পরিষেবা দেবে। নতুন ট্রেন পাওয়াতে খুবই খুশি হয়েছেন বালুরঘাটের বাসিন্দারা। এবার উত্তরবঙ্গ থেকে দিল্লিতে যাওয়া হবে সহজ। মাত্র ৩৫ ঘণ্টাতে বালুরঘাট থেকে দিল্লিতে পৌঁছানো যাবে এই ট্রেন মারফত।
আরও পড়ুন : আগামী ২০ দিন শিয়ালদা লাইনে বন্ধ থাকবে এই ২০টি ট্রেন! দেখুন তালিকা
এই ট্রেন ধরে যারা ভাটিণ্ডা যাবেন তাদের যাতায়াতের পথে সময় লাগবে ৪২ ঘন্টা। বালুরঘাটের পাশাপাশি বুনিয়াদপুর, একলাখীসহ বিভিন্ন এলাকা থেকে সরাসরি দিল্লি যাওয়ার ট্রেন পেয়ে যাবেন যাত্রীরা।