কী কী গাড়ি আছে প্রধানমন্ত্রীর কাছে? দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

PM Modi Car Collection : যে কোনও দেশের প্রধানমন্ত্রী হলেন সেই দেশের অন্যতম প্রধান রাষ্ট্রনায়ক। প্রধানমন্ত্রীর বাড়ি থেকে গাড়ি সর্বত্র থাকে কড়া নিরাপত্তা, যার অন্যথা হয় না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ক্ষেত্রেও। আজ এই প্রতিবেদনে জানুন মোদিজি একটি গাড়ি কত বছর ব্যবহার করেন? কী কী নিরাপত্তা ব্যবস্থা থাকে এই গাড়িগুলিতে?

কত বছর অন্তর গাড়ি পাল্টান নরেন্দ্র মোদি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কোনও অনুষ্ঠানে যোগদান করেন, তখন সব থেকে বেশি নজর কাড়ে তার গাড়ি। এই গাড়িগুলি যে অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত হয় তা বলাই বাহুল্য। তবে আপনি কি জানেন প্রধানমন্ত্রী ঠিক কত বছর অন্তর গাড়ি বদল করেন? এই গাড়ি বদল করার সিদ্ধান্ত গ্রহণ করেন কারা?

কারা নেয় নরেন্দ্র মোদির গাড়ি পাল্টানোর সিদ্ধান্ত?

ভারতীয় শাসন ব্যবস্থা নিয়ম অনুযায়ী, একজন প্রধানমন্ত্রী প্রতি ৮ বছর অন্তর অন্তর নিজের গাড়ি বদল করতে পারবেন। যদিও সেই সময়সীমা এখন ৬ বছর করে দেওয়া হয়েছে। এই গাড়ি বদলানোর দায়িত্বে থাকে স্পেশাল প্রটেকশন গ্রুপ অথবা SPG। কোন গাড়ি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সব থেকে বেশি আদর্শ, তা ঠিক করে দেয় SPG।

নরেন্দ্র মোদির গাড়িতে কী কী ফিচারস থাকে?

নরেন্দ্র মোদী যে গাড়িটি ব্যবহার করেন, সেই গাড়িটি যে কোনও বিস্ফোরণের সঙ্গে সহজে মোকাবেলা করতে পারে। শুধু তাই নয়, এই গাড়িটি কেমিক্যাল অ্যাটাক, বুলেট ইত্যাদির প্রতিরোধও করতে পারে খুব সহজেই। এই গাড়িগুলির বডি এবং টায়ার এমন ভাবে তৈরি করা হয় যাতে গাড়িটি কোনও ভাবে ক্ষতিগ্রস্ত হলেও ১০০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।

আরও পড়ুন : সুস্থ থাকতে এই বিশেষ ফিটনেস ব্যান্ড পরেন ধোনি! দাম ও উপকার জানলে আপনিও কিনবেন

এখনো পর্যন্ত কোন কোন গাড়ি ব্যবহার করেছেন নরেন্দ্র মোদি?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনও পর্যন্ত ব্যবহার করেছেন স্করপিও, টয়োটা ফর্চুনার, টয়োটা ল্যান্ড ক্রুজার, BMW 7 সিরিজ 760 Li, রেঞ্জ রোভার HSE এবং মার্সিডিজ বেঞ্জ S650 গার্ড। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী কনভয়ে ব্যবহার হয় BMW 7 সিরিজ সেডান, BMW X3, রেঞ্জ রোভার এবং মার্সিডিজ বেঞ্জের মতো অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত গাড়ি।

আরও পড়ুন : এক ট্রিকসেই সাধারণ অ্যান্ড্রয়েড ফোন হবে iphone, করুন ছোট্ট এই কাজ

প্রসঙ্গত, এই গাড়িগুলি শুধু নিরাপত্তার দিক থেকে নয়, আরাম এবং বিনোদনের দিক থেকেও উন্নত ব্যবস্থাপনা যুক্ত হয়। ৬ বছর অন্তর অন্তর এই গাড়িগুলি পরিবর্তন করা হয় যাতে প্রধানমন্ত্রী নিরাপত্তার স্বার্থে কোনও ভাবে আঘাত না লাগে।