স্কুল ফাঁকি মারার দিন শেষ! মোক্ষম ব্যবস্থা নিল পশ্চিমবঙ্গ সরকার

Riya Chatterjee

Published on:

QR Code Attendance System Started In Jadavpur Vidyapith In Kolkata

আর স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও আড্ডা দিতে যেতে পারবে না ছাত্র-ছাত্রীরা। এবার থেকে স্কুল কামাই করলেই সরাসরি অভিভাবকের কাছে পৌঁছে যাবে মেসেজ। রাজ্যের স্কুলে এমনই এক উন্নত প্রযুক্তির ব্যবস্থা চালু হল। এবার থেকে ‘স্কুলে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে স্কুলে না পৌঁছলেই বাবা-মায়ের কাছে পৌঁছে যাবে রিপোর্ট।

অনেক সময় অভিযোগ ওঠে যে ছাত্র-ছাত্রীরা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েও অন্য জায়গাতে আড্ডা দিতে চলে যাচ্ছে। বাবা-মায়েরা জানছেন তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতে স্কুলে গিয়েছে। তবে ছাত্র-ছাত্রীরা অনেকে স্কুলে না গিয়ে খেলার মাঠে বা সিনেমা দেখতে যাচ্ছে। এই প্রবণতা দূর করার জন্য এবার স্কুলে চালু হল QR Code Attendance।

কলকাতার যাদবপুর বিদ্যাপীঠে QR Code Attendance পদ্ধতি চালু হয়ে গিয়েছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় ১৭০০ জন পড়ুয়া পড়ে এই স্কুলে। এছাড়া শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে ৬৫ জন এখানে কাজ করেন। তাদের সকলের জন্যই কিউআর কোডের মাধ্যমে অ্যাটেনডেন্স জানানোর পদ্ধতি চালু হয়েছে।

কীভাবে কাজ করবে QR Code Attendance?

নতুন নিয়ম অনুসারে ছাত্র-শিক্ষক নির্বিশেষে সকলকেই এখন থেকে যাদবপুর বিদ্যাপীঠে কিউআর কোডের মাধ্যমে তাদের উপস্থিতির কথা জানাতে হবে। স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে স্ক্যানার মেশিনে নিজেদের আই কার্ডের পেছনে থাকা কিউআর কোড স্ক্যান করে নিতে হবে।

কিউআর কোড স্ক্যান হয়ে গেলেই সেটা স্কুলের আটেনডেন্সের নথিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক একইসঙ্গে একটি মেসেজ পৌঁছে যাবে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মোবাইল নম্বরে। এইভাবে স্কুলে ছাত্র-ছাত্রী এবং শিক্ষা কর্মীদের উপস্থিতির হার বাড়ানো যাবে। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরাও বেশ নিশ্চিন্ত থাকতে পারবেন।