লক্ষ্মীর ভান্ডার অতীত, চালু হল নতুন প্রকল্প, প্রতি মাসে মিলবে ৫০০০ টাকা

Riya Chatterjee

Published on:

Samudra Sathi Prakalpa Benifits Know Details

এই মুহূর্তে কার্যত সর্বস্তরে দুর্নীতিতে বিদ্ধ পশ্চিমবঙ্গ। তবে রাজ্য সরকারের এমন বেশ কিছু প্রকল্প রয়েছে যার সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে যায়। মমতা সরকারের এমন ৭০ টি প্রকল্প রয়েছে যেগুলোর জনপ্রিয়তা কার্যত আকাশ ছোঁয়া। এমনই একটি প্রকল্প হল সমুদ্র সাথী প্রকল্প। কী এই প্রকল্প? কারা পান সুবিধা? জানুন বিস্তারিত।

সমুদ্র সাথী প্রকল্প

রাজ্যের বিভিন্ন প্রকল্পে সরাসরি সাধারণ মানুষের হাতে রাজ্য সরকারের তরফ থেকে টাকা পৌঁছে দেওয়া হয়। তা সে স্কুল-কলেজের পড়াশোনা হোক কিংবা মেয়েদের বিয়ে, বেকার ভাতা-লক্ষ্মীর ভান্ডারের মত মাসিক ভাতা ইত্যাদি। এমনই একটি মাসিক ভাতা পরিষেবা রাজ্য সরকার দিচ্ছে সমুদ্র সাথী প্রকল্পের নামে।

সমুদ্র সাথী প্রকল্প কাদের জন্য?

সমুদ্র সাথী প্রকল্পে ‌ মাসে মাসে ৫০০০ টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। তবে সবাই এই টাকা পান না। মৎস্যজীবী, যারা সমুদ্র তীরবর্তী এলাকায় বসবাস করেন তারা এই প্রকল্পের সুবিধা পান। প্রধানত উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা এই ভাতা পান।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন ৩০০০ টাকা, লক্ষ্মীর ভান্ডার অতীত আসছে অন্নপূর্ণা যোজনা

এই তিন জেলার মৎস্যজীবী যারা তাদের রুজি রোজগার নির্ভর করে সমুদ্রের উপর। এপ্রিল, মে, জুন মাসে সমুদ্রে তারা মাছ ধরতে যেতে পারেন না। এই সময় তাদের এক প্রকার বেকার হয়েই থাকতে হয়। তাই তাদের সাহায্য করার জন্য ২ মাসের জন্য সরকারের তরফ থেকে বিশেষ ভাতা দেওয়া হয়।

আরও পড়ুন : Swasthya Sathi কার্ডে কত টাকা আছে? ব্যালেন্স চেক করুন এইভাবে

প্রত্যেক বছর ১৫ই এপ্রিল থেকে ১৪ই জুন পর্যন্ত ২ মাস মৎস্যজীবীরা রাজ্য সরকারের তরফ থেকে সমুদ্র সাথী প্রকল্পের ভাতা পান। উল্লেখ্য, রাজ্যের সব জেলার মৎস্যজীবীদের জন্য এই প্রকল্প নয়। কেবল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলেরাই এই টাকা পাবেন। আবার তারা সারা বছর প্রতি মাসেই যে টাকা পাবেন তা নয়। কেবল ২ মাসের জন্যই মিলবে এই টাকা।