কত টাকার মালিক শতাব্দী রায়? শুনলে চমকে যাবেন আপনি

বীরভূমের তিনবারের সাংসদ শতাব্দী রায় চতুর্থবারও তৃণমূল দলের প্রার্থী হিসেবে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। ২০২৪ সালের লোকসভা ভোট এখন তার পাখির চোখ। ভোটের আগে নির্বাচন কমিশনের কাছে তিনি তার হলফনামা পেশ করেছেন। তাতে তার ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে সম্পত্তির খতিয়ান তুলে ধরেছেন। এককালীন টলিউড নায়িকা তথা তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায়ের সম্পত্তির পরিমাণ কত জানেন?

শতাব্দী রায়ের শিক্ষাগত যোগ্যতা কত?

শতাব্দী তৃণমূলের এমন একজন প্রার্থী যার বিরুদ্ধে কোনও কেস বা মামলা নেই। তিনি দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত বীরভূমে তিন-তিনবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। ২০০৯, ২০১৪, ২০১৯ এর পর এবার পালা ২০২৪ এর। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শতাব্দী জানিয়েছেন তিনি কলা বিভাগের স্নাতক।

শতাব্দী রায়ের রোজগার কত?

২০১৮-১৯ অর্থবছরে শতাব্দী রায়ের রোজগার ছিল ১৪ লক্ষ ৮১ হাজার ৪৪৩ টাকা। ২০১৯-২০ অর্থবছরে তিনি আয় করেছিলেন ১১ লক্ষ ৫১ হাজার ৬৯০ টাকা। ২০২০-২১ অর্থবছরে তার আয় হয়েছিল ৫ লক্ষ ১১ হাজার ৭১০ টাকা। ২০২১-২২ অর্থবছরে তিনি আয় করেন ১১ লক্ষ ৯৩ হাজার ৮৩০ টাকা। এরপর ২০২২-২৩ অর্থবছরে তার আয় হয় ৮ লক্ষ ৩৮ হাজার ৪১০ টাকা।

শতাব্দী রায়ের স্বামীর রোজগার কত?

শতাব্দী রায়ের স্বামী মৃগাঙ্গ ব্যানার্জীর রোজগার স্ত্রীর তুলনায় কম। মৃগাঙ্ক ২০১৮-১৯ অর্থবছরে ৫ লক্ষ ৯৯ হাজার ৯৮৯ টাকা আয় করেছিলেন। ২০১৯-২০ অর্থবছরে ৫ লক্ষ ৪১ হাজার ৯৯০ টাকা ছিল তার রোজগার। ২০২০-২১ অর্থবছরে তা কমে হয়েছিল ১ লক্ষ ৫৩ হাজার ১০ টাকা। ২০২১-২২ অর্থবছরে তার আয় ছিল ৬ লক্ষ ৭৬০ টাকা। ২০২২-২৩ অর্থবছরে তিনি রোজগার করেছেন ৩ লক্ষ ৫৯ হাজার টাকা।

শতাব্দী রায়ের সম্পত্তির পরিমাণ কত?

শতাব্দী রায়ের অস্থাবর সম্পত্তির পরিমাণ

শতাব্দীর নামে ১০ টি সেভিংস অ্যাকাউন্ট, ১২ টি ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, বিভিন্ন পলিসি রয়েছে। এছাড়া তার নামে একটি গাড়ি রয়েছে। সোনা এবং অন্যান্য ধাতুর অলংকার রয়েছে। সব মিলিয়ে তার কাছে মোট ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৭৬৯ টাকা ৯৫ পয়সার অস্থাবর সম্পত্তি রয়েছে। তার স্বামীর নামে ৮৩ লক্ষ ৭ হাজার ৭৩১ টাকা ৩৭ পয়সার অস্থাবর সম্পত্তি রয়েছে।

আরও পড়ুন : কত টাকা বেতন পান নরেন্দ্র মোদি? প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত?

শতাব্দী রায়ের স্থাবর সম্পত্তির পরিমাণ

শতাব্দী এবং তার স্বামীর নামে যৌথভাবে একটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া শতাব্দীর নিজের নামে একটি ফ্ল্যাট এবং কিছু জমি রয়েছে।। তার কাছে মোট ৫ কোটি ৬০ লক্ষ ৭৫ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। স্বামীর নামে রয়েছে ৭০ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি।

আরও পড়ুন : কত টাকার মালিক সুকান্ত মজুমদার? প্রকাশ্যে এল সম্পত্তির খতিয়ান

শতাব্দীর ঋণের পরিমাণ

শতাব্দীর উপর ২ কোটি ১ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকার লোন রয়েছে। তবে তার স্বামীর নামে কোনও লোন নেই।