SBI এর সুপারহিট স্কিম! দেখতে দেখতে ডবল হবে টাকা

বর্তমানে ব্যাঙ্কে হোক বা পোস্ট অফিসে টাকা ডাবল করার সবথেকে ভালো বিনিয়োগের ক্ষেত্র হল ফিক্সড ডিপোজিট। ভারতের অন্যতম বিশ্বস্ত ব্যাঙ্কিং প্রতিষ্ঠান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার গ্রাহকদের উচ্চ সুদ দেয় ফিক্সড ডিপোজিটে জমানো টাকার উপর। বিশেষ করে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার থাকে কিছুটা বেশি। টাকা রাখলে তাই দেখতে দেখতে কয়েক বছরেই মিলবে দ্বিগুণ রিটার্ন। কীভাবে কোন স্কিমে বিনিয়োগ করবেন জেনে নিন।

সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট

SBI -এর এই স্কিমে প্রবীণ নাগরিকেরা ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারেন। এমনিতে ৬০ বছরের কম বয়সী কেউ বিনিয়োগ করলে ফিক্সড ডিপোজিটের উপর ৬.৫ শতাংশ সুদ পাবেন। অন্যদিকে প্রবীণ নাগরিকেরা যদি সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিটে বিনিয়োগ করেন তাহলে তারা ৭.৫ শতাংশ সুদ পাবেন।

কত টাকা রাখলে কত টাকা রিটার্ন পাবেন?

  • ধরা যাক কোনও প্রবীর নাগরিক ৫০ হাজার টাকা বিনিয়োগ করছেন। তাহলে তিনি ১০ বছর পর ১ লক্ষ ৫ হাজার ১১৭ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ সুদ বাবদ ৫৫ হাজার ১১৭ টাকা পাবেন। যা বলতে গেলে ডবলেরও বেশি।
  • কোনও প্রবীণ নাগরিক ১০ বছরের মেয়াদে ১ লক্ষ টাকা জমা রাখলেন সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিটে। তাহলে ১০ বছর পর তিনি ৭.৫ শতাংশ সুদের হারে মোট ২ লক্ষ ১০ হাজার ২৩৫ টাকা পাবেন। অর্থাৎ সুদ বাবদ তিনি ১ লক্ষ ১০ হাজার ২৩৫ টাকা পাবেন।
  • কেউ যদি ২ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে তিনি ১০ বছর পরে মোট ৪ লক্ষ ২০ হাজার ৪৭০ টাকা ফেরত পাবেন।

আরও পড়ুন : ২ বছরেই লাখপতি! কেবল মহিলারাই বিনিয়োগ করতে পারবেন এই স্কিমে

সিনিয়র সিটিজেন টার্ম ডিপোজিট এর শর্তাবলী

  • ৬০ বছর কিংবা তার বেশি বয়সী ভারতীয় নাগরিকেরা এই প্রকল্পের আওতায় বিনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুন : পোস্ট অফিসের সেরা ৫ টি সরকারি স্কিম

  • এই বছরের ১৫ ই ফেব্রুয়ারি ২ কোটি টাকার কম ডিপোজিটের উপর ০.২৫% সুদ বৃদ্ধি করা হয়েছে।
  • ৫ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আয়কর আইন অনুসারে করের উপর ছাড় পাওয়া যায়। তবে ম্যাচিউরিটির পর সুদের উপর টিডিএস চার্জ কাটা হয়।