South Bengal : আজ ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার। বসন্তের শুরুতেই কার্যত অকাল বৃষ্টিতে ভাসছে বাংলা। তবে শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের একাধিক রাজ্যে এখন দুর্যোগ চলছে। পাহাড় থেকে সমতল, আজ রাজ্যের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাকে সতর্ক করা হয়েছে দুর্যোগ নিয়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া (Weather Update)? দেখে নিন আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?
আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার প্রভাবে দুই ডিগ্রি সেলসিয়াস মত তাপমাত্রা কমতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতে আজ হলুদ এবং তিন জেলাতে আজ কমলা সতর্কবার্তা জারি হয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া।
উত্তরবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের প্রায় সব কয়টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে আজ বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিং জেলাতে বৃষ্টি হবে।
শুক্র এবং শনিবার কোথায় কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবার জেলায় জেলায় বৃষ্টি হলেও আগামীকাল অর্থাৎ শনিবার আবহাওয়াতে পরিবর্তন হবে। শনিবার থেকে আবার শুষ্ক হবে আবহাওয়া। যার ফলে তাপমাত্রা কমতে পারে। আজ দিনভর মেঘলা আকাশ থাকবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে প্রতিটি জেলায়। তবে শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং ছাড়া আর কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন : শীত-বৃষ্টি তো তুচ্ছ! অন্য দুর্যোগের অ্যালার্ট দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, রইল সতর্কতা
ঘূর্ণাবর্তের সতর্কতা
ছত্রিশগড়ের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। যে কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার পশ্চিম হিমালয়ের সংলগ্ন এলাকাগুলোতে প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। ১৭ থেকে ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত একটানা বৃষ্টি চলবে। পার্বত্য এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : ১৬ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি! সরস্বতী পূজো পেরোতেই তোলপাড় দক্ষিণবঙ্গ
আগামী ১৮ থেকে ২১ শে ফেব্রুয়ারির মধ্যে হরিয়ানা, চন্ডিগড়, পশ্চিমী উত্তর প্রদেশ এবং পাঞ্জাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ শে ফেব্রুয়ারি রাজস্থানে হালকা বৃষ্টি হবে। এদিকে পশ্চিমবঙ্গে আগামী ২ দিন রাতের তাপমাত্রা কম থাকবে। পরের ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে।