হু হু করে নামবে তাপমাত্রা! দক্ষিণবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টি? রইল আবহাওয়ার খবর

South Bengal : নিম্নচাপ সরে যাওয়াতে গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে হু হু করে ঢুকছে উত্তর-পশ্চিম বায়ু। যার প্রভাবে ঠান্ডা আমেদ আবারও ফিরে এসেছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ আগামীদিনে আরও বেশ কিছুটা নামবে। এমনটাই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন আবহাওয়ার পূর্বভাস (Weather Forecast)।

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আজ কলকাতাতে ভোরের দিকে কিছুটা কুয়াশা ছিল। শহরের আকাশ সারাদিন আংশিক মেঘলা থাকবে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রী সেলসিয়াসের আশে পাশে থাকবে। আজ কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা নেই। ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।

এই কদিন ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আগামী ১৪ তারিখ পর্যন্ত কোথাও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। তাই ঠান্ডা কিছুটা বাড়তে পারে

আরও পড়ুন : টানা ৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গ কাঁপাবে বৃষ্টি! ভিজবে এই ৭ জেলা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরে

আজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতেও আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিংয়ের কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন। জলপাইগুড়ি, কালিংপং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টি হবে না। রাতের দিকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।

আরও পড়ুন : সরস্বতী পুজোর আগে বিরাট পরিবর্তন আবহাওয়াতে! কোথায় কোথায় বৃষ্টি? দেখুন আবহাওয়ার আপডেট

সরস্বতী পুজোতে কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে সরস্বতী পূজা থেকে কিছুটা পরিবর্তন আসতে পারে পশ্চিমবঙ্গে। তার আগে পর্যন্ত সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। পুজোর দিনে বৃষ্টি হবে কিনা তার উপর পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা। আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রা রাতের দিকে কমবে। আবার দিনের বেলা খানিক গরম অনুভব হতে পারে।